চট্টগ্রামে কেন্দ্রীয় নেতাদের সামনে মঞ্চে সাবেক এমপির উপর হামলা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে মঞ্চে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সওরয়ার জামান নিজামের উপর হামলার চেষ্ঠা করেন। হামলার ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দীনের অনুসারী আনোয়ারা উপজেলা যুবদল নেতা জসিম উদ্দীন, সেচ্ছাসেবক দল নেতা ফারুক, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরসহ কয়েকজনকে চিহ্নিত করেছে। সমাবেশে বেশৃঙ্খলা করলে বিভিন্ন এলাকা থেকে আসা উত্তেজিত কর্মীরা কয়েকজনকে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে মঞ্চে উঠে একজন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতার উপর এভাবে হামলার ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ঘটনার পর থেকে তৃণমূল নেতা কর্মীদের পক্ষ থেকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বিষয়টি পরিস্কার করেছে বিএনপির কেন্দ্রীয় এবং জেলার দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতা। এছাড়াও সফল একটি কর্মর্সূচিতে যারা বেশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের চিহ্নত করে তালিকা করে দল থেকে বহিস্কার করা হবে বলেও জানায়। এ ঘটনায় মঞ্চে যারা দায়িত্বে ছিলেন তাদেরও কৈফিয়ত চাইবে। আজ কালের মধ্যে বৈঠক করে বিয়ষটি পরিস্কার করা হবে বলে দলীয় সূত্রে জানায়।
জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলার মহাসমাবেশ বুধবার কর্ণফুলী উপজেলার সিডিএ মাঠে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির দলীয় সাবেক চীফ হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নাল আবেদিন ফারুক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপি'র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ ভিপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, সরওয়ার জামান নিজাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশারফ হোসেন, এড, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আশরাফুল আলম লিংকন, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বিরসহ বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা। প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেয়ার সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে প্রকাশ্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার জামান নিজামের উপর হামলার চেষ্ঠা করেন বিষয়টি মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা সবাই স্বচুক্ষেু দেখেছে, এ বিষয়য়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুরে রহমান শামীমের কাছে জানতে চাইলে বিষয়টি দক্ষিণ জেলাকে দায়িত্ব দেয়া হয়েছে জেলা কমিটি আমাদেরে জানানোর পর আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ঐতিহাসিক একটি সুন্দর সফল অনুষ্ঠানে যারা বেশৃঙ্খলা করেছে তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে, এর পেছনে যারা জড়িত তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে জানান।
শাফিন / শাফিন
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়