বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা: ভয়াবহ যানজট, টোল আদায় বন্ধ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ীর সাথে অজ্ঞাত এক পরিবহনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। শুক্রবার (১৪ জানুয়ারি ) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু উপর ২৬ নম্বর পিলারের কাছে এই দূর্ঘটনা ঘটে।
অপরদিকে, দুর্ঘটনায় কবলিত ক্ষতিগ্রস্থ পরিবহন সরানোর জন্য সকাল ৭টা ৫ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ ছিল। যারফলে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া সেতু পূর্ব ও পশ্চিম মহাসড়কে যানজট লেগেছে। এদিকে, মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর- এলেঙ্গা-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। এতে করে এ সড়কেও বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়।
জানা যায়, সেতুর উপর ২৬ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পিছন থেকে অজ্ঞাত আরেকটি পরিবহন ধাক্কা দিলে চালক আহত হয়। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কিছু সময়ের জন্য সেতুতে টোল আদায় বন্ধ ছিল।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের অংশে মহাসড়কে পরিবহনের চাপ ছিল। এতে ধীরগতিতে চলাচল করেছে যানবাহন। পরে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি সরিয়ে নেয়ার পর প্রায় দেড় ঘণ্টাপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ততক্ষণে সেতু্র দু'পাশের মহাসড়কের যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) শরিফুল ইসলাম বলেন, সকালের দিকে সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। ফলে দেড় ঘণ্টার মতো টোল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দু'পাশের যানজটের সৃষ্টি হয়। এছাড়াও যানজটের ফলে মালবাহী ট্রাক চালকরা গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এতেও যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ
কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু
Link Copied