ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আসমা টেড্রার্সের প্রতারণায় চাষিদের মাথায় হাত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ১:১৬
রাজশাহীর তানোরে কেমিস্টর কোম্পানির আলুবীজ রোপণ করে কৃষকরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার (১৫ জানুয়ারি)  ক্ষতিগ্রস্ত কৃষকরা বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মেসার্স আসমা টেড্রার্সের কাছে উচ্চমুল্য কেমিস্টর কোম্পানির কেনা এসব নিম্নমাণের আলুবীজ রোপণ করে কৃষকর‍া পথে বসেছেন।
 
বীজ ব্যবসায়ী মোতালেব সোনার খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে বিক্রি করায় এসব আলুবীজ রোপণ করে তারা প্রতারিত হয়েছেন। কেউ কেউ আবার ব্যবসায়ীকে আটকসহ ক্ষতিপূরণ দাবি করেছে। রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারের মেসার্স আসমা টেড্রার্স থেকে কেমিস্টর কোম্পানির এ এবং বি গ্রেড আলুবীজ কিনে রোপণ করে কৃষকরা প্রতারিত হয়েছেন।
 
ধুরইল তালুকদারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে রবিউল ইসলাম বলেন, তিনি তানোরের মাদারীপুর মাঠে ১২০ বিঘা জমিতে আলুচাষ করছেন। এর ১৩ বিঘা জমিতে কেমিস্টর কোম্পানির আলুবীজ রোপণ করে প্রতারিত হয়েছেন। তিনি ধুরইল বাজারের মেসার্স আসমা টেড্রার্স থেকে এসব আলুবীজ কিনেছেন।
 
রবিউল সকালের সময়কে জানান, এখন পর্যন্ত প্রতি বিঘায় তার প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। সেই হিসাবে ১৩ বিঘা জমিতে তার প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
 
এদিকে তানোরের তালন্দ ইউপির মোহর, সরনজাই ইউপির শুকদেবপুর, তানোর পৌরসভার কালীগঞ্জহাট এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার অনেক কৃষক  মেসার্স আসমা টেড্রার্স থেকে কেমিস্টর কোম্পানির আলুবীজ কিনে রোপণ করে প্রতারিত হয়েছেন। কিন্তু ঘটনার পর থেকে বীজ ব্যবসায়ী মোতালেব সোনার গা-ঢাকা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। অধিকাংশ আলু চাষি ব্যাংক  ও এনজিও ঋণ এমনকি উচ্চ সুদে দাদন নিয়ে আলু চাষ করে ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব হয়ে পথে বসেছে।
 
কৃষকরা জানান, কেমিস্টর কোম্পানির  বীজ রোপণ করা অধিকাংশ জমিতে তেমন আলু গাছ গজায়নি এবং গজানো আলু গাছ ফেঁপে ও পাতা কুঁকড়ে মরে যাচ্ছে, প্রতিরোধে বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার হচ্ছে না। স্থানীয়রা অভিযুক্ত ব্যবসায়ী মোতালেব সোনারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরুণের জন্য সংশ্লিস্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম সকালের সময়কে বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
 
এ বিষয়ে জানতে চাইলে ধুরইল বাজারের মেসার্স আসমা টেড্রার্সের স্বত্বাধিকারী মোত্তালেব সোনার অভিযোগ অস্বীকার করে বলেন, কেমিস্টর কোম্পানির বীজ তিনি অন্য ডিলারের কাছে থেকে কিনে এনে বিক্রি করেছেন। এসব বীজ নিয়ে অভিযোগের কোনো সুযোগ নাই। অল্প কিছু কৃষকের সমস্যা হয়েছে। তবে কৃষকের অজ্ঞতা বা অন্য কারণেও সমস্যা হতে পারে।

শাফিন / শাফিন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী

কেশবপুরে দলিল লেখক সমিতির সভাপতি শফি, সম্পাদক আমিনুল পূণরায় নির্বাচিত