ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিকরাইল ইউপি নির্বাচন

ভূঞাপুরে নৌকা সমর্থকের রগ কাটল বিদ্রোহীরা, বেড়েই চলছে আতঙ্ক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২২ দুপুর ৩:১৬

গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরের নিকরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তীতে হামলার ঘটনার মাত্রা দিন দিন বেড়েই চলছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আব্দুল মতিন সরকার ও বিদ্রোহী নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের কর্মী-সমর্থকের নানা কর্মকাণ্ডে এলাকার সাধারণ লোকজন ভয়ভীতি ও আতঙ্কের মধ্য দিন পার করছেন। নির্বাচনপরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর কর্মীরা বিজয়ীদের হাতে মারধর ও হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ ‍উঠেছে। 

জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) সিরাজকান্দি বাজারে পরাজিত প্রার্থী মতিন সরকারের কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করে তার হাতের রগ কেটে দেয়া হয়। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বর্তমানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সম্প্রতি সারপলশিয়া গ্রামের যমুনা নদীর তীরে বালুর ঘাটে আরেক কর্মী ইসমাইল হোসেন ও খোরশেদ আলমকে একই ভাবে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। 

নিকরাইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নয়ন সরকার জানান, মাসুদের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি, মারধর ও হামলা চালাচ্ছে। কর্মীরা ভয়ভীতি ও প্রতিনিয়ত আতঙ্কে থাকছেন। ইতোমধ্যে তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মতিন সরকার জানান, নির্বাচনে পরাজয়ের পর থেকেই নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের লোকজন আমার নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করছে। কর্মীরা হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি আরো জানান, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছে এবং নির্বাচনপরবর্তী সময়েও বিদ্রোহী চেয়ারম্যানকে মদদ দেয়ার কারণে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। 

সাবেক চেয়ারম্যান মতিন সরকারের অভিযোগের বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে তা কেটে দেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওহাব জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেয়ে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তদন্তসাপেক্ষে তাদের গ্রেফতারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

শাফিন / শাফিন

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু