শাহজাদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নজরুল ইসলাম উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের মো. নেফাজ সরকারের বড় ছেলে।
জানা গেছে, আজ মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে কৃষক নজরুল ইসলাম ও তার ছেলে বরাত বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে খড় শুকানোর সময় বজ্রপাতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে শাহজাদপুর উপজেলায় গত ৩ সপ্তাহে বজ্রপাতে মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২৪ মে শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলো- কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে সাকেরা খাতুন (৫৫), হাসেম (২৫) ও গালা ইউনিয়নের বড় দুগালি গ্রামের নাজমুল হোসেন (১৫)। গত ৩০ মে বজ্রপাতে কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের লেদুয়ারপাড়ার মো. নজরুল ইসলামের বড় ছেলে সোহেল রানা (৪৫) ও একই গ্রামের আলমগীর হোসেনের বড় ছেলে জাহিদুল ইসলামের (২৮) মৃত্যু হয়। ৬ জুন কায়েমপুর ইউনিয়নের চরআঙারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৫), নরিনা ইউনিয়নের বাতিয়া দক্ষিণপাড়ার জালাল প্রামাণিকের ছেলে আলহাজ প্রামাণিকের (৫৫) মৃত্যুর ঘটনা ঘটে।
এমএসএম / জামান