ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাংশা-মৃগী সড়কের সংস্কারকাজ বন্ধ থাকায় ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৩:৫৮

দীর্ঘদিন দুর্ভোগ পোহানোর পর গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল সংস্কারকাজ। দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি ঘটার আশায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। শেষ হয়েছে ডাব্লিউএমএম-এর কাজ। বাকি রয়েছে শুধু কার্পেটিংয়ের কাজ। সম্প্রতি দীর্ঘদিন সংস্কার কাজ বন্ধ থাকায় সে স্বস্তির নিশ্বাসই এখন হয়ে দাঁড়িয়েছে অস্বস্তির কারণ হিসেবে। ধুলায় অতিষ্ঠ ১১ কিলোমিটার সংস্কারাধীন সড়কের পাশে বসবাসকারী পরিবার ও কয়েক হাজার ব্যবসায়ী। স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে লক্ষাধিক মানুষ। 

পাংশা হেডকোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত সড়কটি প্রায় ১১ কিলোমিটার। সড়কের পাংশা রেলওয়ে স্টেশন থেকে মৃগী বাজার পর্যন্ত ১১ কিলোমিটার সড়কই ধুলায় জর্জরিত অবস্থা।

সরেজমিন দেখা গেছে, ধুলায় জর্জরিত এই ১১ কিলোমিটার সড়ক। শুধু তাই নয় সড়কের কিছু কিছু জায়গা খানাখন্দ হয়ে গেছে। ধুলা আর খানাখন্দে চরম দূর্ভোগে রয়েছে এই ১১ কিলোমিটার সড়কের পাশ দিয়ে বসবাসকারী পরিবারগুলো। শুধু তাই নয়, ১১ কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে পাঁচটি বাজার ও পাংশা বাজারের একাংশ। পাঁচটি বাজরের মধ্যে বাগদুলী, পুঁইজোর, লারিবাড়ী ও মৃগী চারটি বাজারে বসে সাপ্তাহিক হাট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাট-বাজারে আশা হাজার হাজার মানুষ এবং শত শত ব্যবসায়ীদের। 

জানা গেছে, উপজেলার মৌরাট ও পাট্টা ইউনিয়ন পার্শ্ববর্তী কালুখালী উপজেলার বোয়ালিয়া, সাওরাইল ও মৃগী ইউনিয়নবাসীর পাংশা শহরে যোগাযোগের অন্যতম সড়ক এটি। এই বেহাল সড়ক দিয়েই প্রতিদিন পাংশা হাসপাতালে সেবা নিতে আসছে মানুষ। সম্প্রতি প্রতিদিন হাসপাতালে টিকা নিতে আসছে হাজার হাজার শিক্ষার্থীরা। টিকা নিতে এসে শিক্ষার্থীরাও পরছে স্বাস্থ্যঝুঁকিতে। 

বাগদুলী বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ ফরিদ বলেন, ধুলাবালির কারণে আমার ব্যবসা এখন প্রায় বন্ধের পথে। দোকানের নতুন কাপড়গুলি রাস্তার ধুলা পরে নষ্ট  হয়ে যাচ্ছে। কাস্টমার এসে ধুলাবালি পরে থাকা কাপড় কিনতে চায় না পাংশা চলে যায়। 

মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের নাজমা বেগম নামের এক গৃহিণী বলেন, ধুলাবালির কারণে আমরা ঠিকমতো খাবার খেতে পারছি না। ভোলাতো কোনভাবেই আটকানো যায় না। রান্না করে ছুয়ে দিলে খাবারের মধ্যেও ধুলা পড়ে। শুধু নাজমা বেগম নয় এমন অভিযোগ শতাধিক পরিবারের। মৃগী বাজারের এক মিষ্টি ব্যবসায়ী বলেন, মিষ্টিগুলো গ্লাস দিয়ে ঢাকা। মুহূর্তের মধ্যেই গ্লাসের উপর ধুলাবালি পড়েতে থাকে। ক্রেতারা মনে করে মিষ্টির মধ্যেও মনে হয় ধুলাবালি রয়েছে। কিনতে চায় না। আমরা ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। পুইঁজোর বাজারের নাজমুল নামের এক ব্যবসায়ী বলেন, এ পর্যন্ত কোনদিন পানি মারে নাই ঠিকাদার প্রতিষ্ঠান। সড়কে অন্তত প্রতিদিন দুইবার করে পানি মারলে কিছুটা হলেও আমরা ধুলাবালি থেকে রক্ষা পাব। 

পাংশা সরদার বাসস্ট্যান্ডের হার্ডওয়ার ব্যবসায়ী মামুন হোসেন বলেন, আমার দোকানে লোহার কিছু পণ্য রয়েছে প্রতিনিয়তই ধুলাবালি পড়ছে কিছুদিন গেলেই মরিচা ধরে যাবে। যে পরিমাণ ধুলা পরে দোকানের মধ্যে বসে থাকার মত কোন উপায় নেই। 

পাংশা-মৃগী সড়কের ইজিবাইক চালক মুন্নাফ বিশ্বাস বলেন, ধুলা ও খানা খন্দের কারনে এই সড়কে আগের তুলোনায় যাত্রী অনেক কুমে গেছে। ধুলাবালি আর খানাখন্দে গাড়ি নষ্ট হয় বেশি।  যায় দু-একটা ভাড়া পাই তা দিয়ে গাড়ি সার্ভিসিং করতে ফুরিয়ে যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান বলেন, ধুলাবালির সাথে রোগ জীবাণু থাকে। এগুলো শরীরের মধ্যে প্রবেশ করলে হাঁচি-কাশি সহ বিভিন্ন রোগ হতে পারে। ফুসফুসের সংক্রমণ হতে পারে। 

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, সড়কটি সংস্কার করছে ওয়েস্টার্ন কনস্ট্রাকশন এন্ড শিপিং কোম্পানি নামের ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার মধ্যে আরও কয়েকটি কাজ করছে। এজন্য পাংশা-মৃগী সড়কের কাজটি বন্ধ রয়েছে। সড়কটিতে পানি দিয়ে ধুলা মারার কথা বলে দেব। তবে ১৫-২০ দিনের মধ্যে কাজটি শুরু করবে বলে জানা তিনি। 

সড়কটির সংস্কার কাজ বন্ধ থাকায় ঠিকাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

শাফিন / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩