আক্কেলপুরে দুই মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ মাদক বিক্রির দায়ে দুই মাদক ব্যবসায়ীকে আাটক করেছেন আক্কেলপুর থানা পুলিশ।
থানা পুলিশসূত্রে জানা গেছে,মঙ্গলবার বেলা ১২ঘটিকায় আক্কেলপুর এফ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় রোড এলাকায় পৌর এলাকার পশ্চিম আমুট্ট গ্রামের শহীদুল ইসলামের পুত্র বিপ্লব(৩০) মাদক নিয়ে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই নজরুল ইসলাম, সঙ্গীয় ফোর্স এ.এস.আই আরিফ সহ অভিযান চালিয়ে ১.৫গ্রাম হেরোইন ও চার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।
অপরদিকে, গতকাল রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার টি. এ্যান্ড টি. মোড় এলাকা থেকে মাঝগ্রাম এলাকার আফজাল প্রামানিকের পুত্র হাফিজার প্রামানিক(৩০) কে ১গ্রাম হেরোইনসহ এস.আই রবিউল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ আটক করেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদূর রহমান বলেন,"মাদকের বিরদ্ধে আক্কেলপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। মাদকের সাথে সম্পৃক্তদের সকলকেই শাস্তির আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম