চন্দনাইশে গাছবাড়ীয়া নিঃ গৌঃ সরকারি বিদ্যালয়ে প্রাশিপ-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মাধ্যমিক মডেল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন প্রাশিপ-এর মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট চক্ষু সার্জন ডাক্তার মো. শাহাদাত হোসেন।
সরওয়ার আহসানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন- প্রাশিপের সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি আব্দুল কৈয়ুম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আযম খান,অধ্যাপক তৈয়বুর রহমান,আহমদুর রহমান, হেলাল উদ্দিন চৌধুরী,মোহাম্মদ কমরুদ্দিন,মোহাম্মদ শাখাওয়াত হোসেন মান্নান, জাহেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল চৌধুরী হানিফ, রেজাউল করিম চৌধুরী দুলাল, মোহাম্মদ সিরাজুল ইসলাম,মোরশেদুল আলম চৌধুরী, মাষ্টার শাহজাহান, অনুপম ধর, আ ন ম হাসান চৌধুরী, মাষ্টার রনজিত দে, মাঈনুদ্দিন বাবর, জাহেদুর রহমান চৌধুরী, নুরুল আলম, মোহাম্মদ রিয়াজ, রফিকুল ইসলাম, আহসানউল্লাহ প্রমুখ।
সভায় প্রধান আলোচক আব্দুল কৈয়ুম চৌধুরী বলেন, বর্তমানে স্কুলের লেখাপড়ার মান খুবই নিম্নমানের। তিনি স্কুলের শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামো উন্নয়ন নিয়ে সরকারের পাশাপাশি সবার সহযোগিতা নিয়ে প্রাশিপের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। তাছাড়াও কমিটির পূর্নগঠন নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এমএসএম / জামান