রাউজানে উৎপাদিত রাবার দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে

বাংলাদেশ বনলিল্প উন্নয়ন কর্পোরেশন এর অধিনে চট্টগ্রামের রাউজান উপজেলায় বেশকয়েকটি রাবার বাগান রয়েছে। তার মধ্যে নতুন করে রাবার বাগান গড়ে তুলা হয়েছে পাহাড়াতলী, কদলপুর এলাকার পাহাড়ী জমিতে। এছাড়ও উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা, সুড়ঙ্গা, মেলুয়া, নন্দগাও, উত্তর আইলী খীল, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, ওয়াহেদের খীল, এলাকায় ২ হাজার ৪’শত ১৬ একর পাহাড়ী জমিতে ডাবুয়া রাবার বাগান রয়েছে। উপজেলার এসব রাবার বাগান গুলোতে কস আহরণের পর রাবার প্রক্রিয়াজাত করতে শুকানো হচ্ছে।
উপজেলার রাবার বাগান গুলোতে এখন চলছে ভরা মৌসুম। জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ৪ মাস রাবার উৎপাদনের ভরা মৌসুম তাকে। তবে শীতের সময়ে আহরন বেশি পরিমানে উৎপাদন হয়। বর্ষার সময়ে রাবার উৎপাদন অনেকটাই কমে আসে। প্রায় এসব রাবার বাগানে উৎপাদিত হচ্ছে কোটি কোটি টাকার রাবার। বর্তমানে এখানে উৎপাদিত হওয়া দেশের চাহিদা মিটিয়ে, রপ্তানি করা হচ্ছে ভারতসহ আরও কয়েকটি দেশে। তবে বিশাল বিশাল এসব রাবার বাগানে রয়েছে শ্রমিক সংকট। পর্যাপ্ত জনবল না থাকায় উৎপাদন বাড়ানো যাচ্ ছেনা।
বাগানে কাজ করা শ্রমিকরা জানান, যেহেতু এবার দক্ষিণ রাউজানে নতুন করে রাবার বাগান করা হয়েছে, সেই অনুপাতে আমাদের আরও শ্রমিক প্রয়োজন রয়েছে। শ্রমিক বাড়ানো গেলে রাবার উৎপাদ আরো বাড়ানো যাবে। রাউজান থেকে উৎপাদিত এসব রাবার দিয়ে তৈরি হচ্ছে, জুতা, গাড়ির টায়ার, পানির ট্যাষ্ক, পাইপসহ ইত্যাদি। এছাড়াও রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগানটি চট্টগ্রাম-রাঙামাটি সড়কপথে হওয়াতে সড়কের দুই পাশে দৃষ্টিনন্দন দেখাছে। এসব বৃক্ষ গুলো রাঙামাটি-খাগড়াছড়ি যাওয়ার পথে পর্যটকদের মনোমুগ্ধকর করছে।
রাঙামাটি বা খাগড়াছড়ি যাওয়ার পথে অনেক পর্যটকরা রাউজানের রাবার বাগানে গাড়ি থামিয়ে প্রাকৃকিত সৌন্দর্য উপভোগ করছেন। সরেজমিনে রাবার বাগানে গিয়ে দেখা যায়, উপজেলার ডাবুয়া রাবার বাগান বিভিন্ন সমস্যা মোকাবেলা করেও তারা রাবার উৎপাদন করে আসছে। ডাবুয়া রাবার বাগানের মধ্যে ২লাখ রাবার গাছ রয়েছে বলে বাংলাদেশ বনশিল্প উন্নয়নের সূত্রে জানা যায়। তারমধ্যে ২ লাখ রাবার গাছে হতে ১ লাখ ১ হাজার রাবার গাছ থেকে প্রতিদিন ৪ হাজার ৫০০ কেজি রাবার উৎপাদন হয়। উৎপাদিত ৪ হাজার ৫০০ কেজি রাবারের কস থেকে প্রক্রিয়াজাত করে প্রতিদিন ১ হাজার ১২৫ কেজি শুকনা রাবার উৎপাদন করা হচ্ছে । প্রতি কেজি ৩৫০ টাকা করে ১ হাজার ১২৫ কেজি থেকে প্রতিদিন ৩ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা আয় করছে উপজেলার ডাবুয়া রাবার বাগান।
ডাবুয়া রাবার বাগানের ২ লাখ রাবার গাছের মধ্যে জীবনচক্র হারানো রাবার গাছ রয়েছে ৩২ হাজার ৯৪৬টি। বাকি ১ লাখ ৬৭ হজার ৫৪টি রাবার গাছের মধ্যে ১ লাখ ১ হাজার রাবার গাছ থেকে প্রতিদিন রাবার উৎপাদন হচ্ছে। অবশিষ্ট ৩৩ হাজার রাবার গাছ নতুন করে সৃজন করা হয়েছে।
ডাবুয়া রাবার বাগানের ম্যানেজার শোভন কান্তি শাহা বলেন, ডাবুয়া রাবাবার বাগোনের রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ২৯৫ মেট্রিক টন। কিন্তু এবার লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে ধারণা করছি। তিনি জানান, রাবার বাগানে কর্মকর্তা-কর্মচারী সংকট রয়েছে। ২ জন কর্মকর্তা ও ৭০ জন শ্রমিক, দৈনিক ভিত্তিতে ১১৫ জন শ্রমিক নিয়ে বিশাল আয়তনের রাবার বাগান থেকে প্রতিদিন রাবার উৎপাদন করা হচ্ছে। উৎপাদন বাড়লেও নেই পর্যাপ্ত শ্রমিক। যদি জনবল সংকট নিরসন করা যায় তবে ডাবুয়া রাবার বাগানের রাবার উৎপাদন আরো দ্বিগুণ বৃদ্ধি করা যাবে।
তিনি আরো জানান, বিশ্বের রাবার উৎপাদশীল দেশের মতো যদি আধুনিক মেশিন দ্বারা রাবার প্রক্রিয়াজাত করা যায় তাহলে কমে আসবে খরচ। তখন কম দামে দেশে ও বিদেশে বিক্রি করা যাবে আমাদের দেশের উৎপাদিত রাবারগুলো। আগে বিভিন্ন সময়ে রাউজানের রাবার বাগানে বেশিরভাগই লোকসান গুনতে হতো। কিন্তু গত কয়েক বছর ধরে লোকসান কাটিয়ে আশার আলো দেখছে রাউজানের রাবার শিল্প।
এদিকে উপজেলার পাহাড়তলী ও কদলপুর ইউনিয়নে লাগানো রাবার গাছগুলো হতে আগামী কয়েক বছের মধ্যে নতুন করে শুরু হবে রাবার উৎপাদন। এতে প্রতি মৌসুমে বাড়বে রাবার উৎপাদনের মাত্রা।
জামান / জামান

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন

উল্টোপথে ট্রাক ধাক্কা দিল সিএনজিকে প্রাণ গেল দু’জনের

কোনাবাড়ীতে মুদি দোকান ও বাসা পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে-পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডাক্তার মোঃ ইউনুস আলী

৩১ দফা বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: মনোয়ার সরকার

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

ঘোড়াঘাটে নতুন বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহনন
