দেবীগঞ্জে অপরিকল্পিত খাল খননে শত শত বিঘা জমি ও সেতু খালে বিলীন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালিদহ মরা খাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অপরিকল্পিতভাবে পুনঃখননের ফলে দুটি সেতু ভেঙ্গে পড়েছে এবং শত শত বিঘা জমি খালে ধসে গেছে। সেতু ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ পােহাতে হচ্ছে টেপ্রীগঞ্জ ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষের। কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শত শত কৃষক। হুমকির মুখে রয়েছে বসতবাড়ি।
সরেজমিন দেখা গেছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের দিনবাজার হয়ে টেপ্রীগঞ্জ, বেলুয়াডাঙ্গা মাস্টার পাড়া এবং ধুলাঝাড়ি ঘাট যাওয়ার এলাকায় খালের ওপর নির্মিত সেতু। ওই খাল ২০২১-২২ অর্থবছরে অপরিকল্পিতভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুনঃখননের ফলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি ও এলজিইডির একটি সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে দুটি সেতুই ধসে পড়ে। নির্মাণের কয়েক বছরের মধ্যে দুটি সেতু ভেঙে পড়ায় ইউনিয়নবাসী বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে নির্মাণের অল্প সময়ের মধ্যে সেতু ভেঙে যাওয়া নিয়ে এলাকাবাসী নির্মাণকাজ অনিয়ম করে শেষ করেছে বলে দাবি করেন।
স্থানীয় কৃষক আক্কাস আলী জানান, এভাবে খাল খনন করা ঠিক হয়নি। সেতুগুলো ভেঙে যাওয়ায় আমরা এখন চরম কষ্টে পড়েছি। খাল খননে বর্ষায় আমার ৫ বিঘা কৃষিজমি ধসে গেছে। খননের সময় ভেকু (স্কেভেটর) চালককে বারবার নিষেধ করেছি সেতুর ধারে খাল করতে, উল্টো আমাকেই আবার মামলা দেয়ায় ভয় দেখিয়েছে তারা।
স্থানীয় কৃষক মফিজ উদ্দিন, আ. বারেক, মুজিবুল হক ও মাহাতাবসহ একাধিক ব্যক্তি জানান, সেতু ভেঙে যাওয়ায় আমাদের উৎপাদিত ফসল বিশেষ করে শাক-সবজি পরিবহনের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়তে হয় এবং খাল পুনঃখননে এবং খাল পুনঃখননে শত শত বিঘা কৃষিজমি ধসে গেছে।
টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিদহ ও গাউনি খাল অপরিকল্পতিভাবে খনন করছে। আর এ অপরিকল্পিতভাবে খাল খনননের ফলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্মানাধীন একটি ও এলজিইডির একটি সেতুর নিচ থেকে মাটি সরে গিয়ে ভেঙে পড়েছে।
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন জানান, সেতুটির ধার থেকে মাটি খনন ও ভারি বৃষ্টির ফলে সেতুটি ভেঙে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালিদহ খাল পুনঃখননে সেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো.শামছুজ্জামান।
জামান / জামান
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত