ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাভার থানার চার অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৩-১-২০২২ রাত ৮:৩০

ঢাকা জেলার সাভার মডেল থানায় একযোগে চার অফিসারের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আল আমিন তালুকদারের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) আব্দুস সালাম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুর ইসলাম জাহাঙ্গীর, সাভার মডেল থানার পুলিশ রিদর্শক (ইনটেলিজেন্স) মাকারিয়াস দাস প্রমুখ। 

বিদায় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে চার পুলিশ কর্মকর্তার কর্মগুণের প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, অন্যত্র বদলি হওয়া চারজন সাব-ইন্সপেক্টর অত্যন্ত দক্ষ এবং যোগ্য। তারা প্রত্যেকেই স্থিরচিত্তের অধিকারী। তাদের কর্মদক্ষতায় সাভার থানা এলাকার মানুষ পুলিশি সেবায় উপকৃত হয়েছেন। অপরাধ দমনে তাদের কর্মপ্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে প্রত্যেক অফিসারের উত্তরোত্তর উন্নতি ও পরবর্তী কর্মস্থলে সাফল্য কামনা করা হয়।

যাদের ঘিরে আয়োজন সেই পুলিশ কর্মকর্তারা হলেন- উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুস সবুর খান, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. তাহমুদুল ইসলাম, উপ-পরিদর্শক (নিরস্ত্র) পারভিন আক্তার, উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোসা. শিউলি খানম। সাভার মডেল থানার পক্ষ থেকে তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সাভার মডেল থানা থেকে বদলি হওয়া পুলিশ কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একজন অফিসারের অন্যত্র বদলি উপলক্ষে এতবড় আয়োজন দেশের কোথাও সচরাচর দেখা যায় না। জীবনে কখনও কল্পনা করিনি এত সম্মান, এত ভালোবাসা, এত উপহার দিয়ে আমাদের আনুষ্ঠানিক বিদায় দেয়া হবে।

অফিসার ইনচার্জ থেকে শুরু করে পরিদর্শক, উপ-পরিদর্শকসহ সহকর্মীদের দেয়া বিরল ভালবাসার আবেগে আপ্লুত এক পুলিশ কর্মকর্তা বলেন, অন্যত্র বিদায়কালে আমি প্রাপ্তিতে পরিপূর্ণতা পেয়েছি। দেশের সকল থানার পুলিশ কর্মকর্তারা যেন সাভার মডেল থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মতো অহিংস ও পুলিশ দরদী হন। চাকরিজীবনে করুণ বাস্তবতা বিদায় অনুষ্ঠানে দেয়া অপ্রত্যাশিত ভালোবাসায় মনোমুগ্ধ ওই উপ-পরিদর্শকের আবেগের স্রোতে তার এ প্রত্যাশার কথাটিও জানান।

বিদায় অনুষ্ঠানে পুলিশের আরেক উপ-পরিদর্শক বলেন, পুলিশ প্রতিটি মুহূর্তে মৃত্যুঝুঁকিতে থেকেও দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকে। কর্তব্য পালনে নিহত, আহত ও পঙ্গু হয়েছেন শত শত পুলিশ। পুলিশ যদি চাকরিক্ষেত্রে ন্যূনতম এমন একটা সম্মান পায় তাহলে সেই সম্মানটাই আমাদের প্রত্যাশা পূরণের চরম আনন্দ পাওয়ার শামিল।

অনুষ্ঠানে সকল কর্মকর্তার উপস্থিতিতে উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ ও উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপকে বরণ করে নেয় সাভার মডেল থানা পুলিশ।

এদিকে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় সাভার মডেল থানার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের হাতে পুরস্কার গ্রহণ করেন এএসআই কামরুজ্জামান, এএসআই অশোক কুমার এবং এএসআই সাইফুজ্জামান।

এ সময় সাভার মডেল থানার সকল কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামান / জামান

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের