ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাদী গৃহছাড়া

ধরাছোঁয়ার বাইরে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাঞ্চল্যকর নৈশপ্রহরী মোফাজ্জল হত্যা মামলার আসামিরা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-১-২০২২ দুপুর ১:৫৪

ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের সিংহারী চরভিটা গ্রামের আমির হোসেনের একমাত্র পুত্র চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোফাজ্জল হোসেন (২২) হত্যাকাণ্ডের ১০ মাসেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। মামলার বাদী হতভাগা পিতা আমির হোসেন গৃহহারা। আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছে নিহতের পরিবারটিকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোফাজ্জল হোসেন গত ৩০মার্চ ২০২১ খুন হয়। ঘটনার পরে মামলার  ১নং আসামি আরফান ও অন্যান্য আসামিরা বিষয়টিকে  অপমৃত্যুর ঘটনা বলে চালানোর চেষ্টা চালায়।

মামলার বাদী নিহত মোফাজ্জলের পিতা এই প্রতিনিধিকে জানান, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকুরী দেওয়ার কথা বলে তাঁর ছেলে মোফাজ্জলকে নিয়ে যায় স্কুলের প্রধান শিক্ষক আরফান আলী। কিন্তু দীর্ঘদিন নৈশপ্রহরীর কাজ করেও তাঁকে নিয়োগ না দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে আরফান। এ বিষয়ে প্রতিবাদ করায় নৃশংসভাবে খুন হতে হয় নিরাপরাধ মোফাজ্জলকে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক আরফান আলী উক্ত বিদ্যালয়ের পাশেই আরেকটি বিদ্যালয় চালু করে এলাকার বেকার যুবকদের চাকুরী দেওয়ার কথা বলে ইতিমধ্যেই প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসী আরো জানায়, ধূর্ত প্রকৃতির আরফান মোফাজ্জলকে খুন করে হরিপুর থানার তৎকালীন কর্তাদের লাখ লাখ টাকা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এরপরে নিহতের পিতা ঠাকুরগাঁও আদালতে হত্যা মামলা দায়ের করায় নিহতের পিতাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় আরফান।

অনুসন্ধানে জানা যায়, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষকের সবাই আরফানের পরিবারের সদস্য। স্থানীয় আমলা ও প্রশাসনকে ম্যানেজ করতে আরফান মাঝেমধ্যেই গরু জবাই করে কর্মকর্তাদের দাওয়াত দিয়ে তাদের খুশী রেখে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।  স্থানীয়রা তার অন্যায়ের প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি আরফান আলীকে কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গে তুলনা করে বলেন, সামান্য চা দোকানদার আরফান মাত্র কয়েক বছরে নিয়োগ বাণিজ্য করে কোটি টাকার মালিক বনে গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসলেও অজানা কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছেন।

এলাকাবাসী অবিলম্বে মোফাজ্জল হত্যা মামলার দ্রুত সুষ্ঠু তদন্ত করে আরফান আলী ও তার সহযোগীদের গ্রেফতারের জোর দাবি জানান।

এ বিষয়ে মামলার ১নং আসামি আরফান আলীর সঙ্গে তার বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআই ঠাকুরগাঁওয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তদন্ত চলছে, শীঘ্রই মোফাজ্জল হত্যা রহস্য উন্মোচিত হবে।

জামান / জামান

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়