বাঁশখালীতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও অনিয়মের অন্ত কোথায়?
চট্টগ্রামের বাঁশখালীতে লাগামহীন বিদ্যুৎ বিরতি ও অতিরিক্ত বিলে অতিষ্ঠ ভুক্তভোগীরা। বুধবার (১৬ জুন) পরিদর্শনকালে গণ্ডামারা, বড়ঘোনা, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, শিলকূপ, সরল এলাকার কয়েকশ মানুষ পল্লী বিদ্যুতের অঘোষিত লোডশেডিংবাজি ও অতিরিক্ত বিল আদায় এবং পূর্ববর্তী মাসের গ্রাহক কর্তৃক পরিশোধিত বিলগুলো পরবর্তী মাসে সংযোগ করাসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রতিটি বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অঘোষিত বিদ্যুৎ বিরতি যেন রুটিনে পরিণত করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। বিদ্যুৎ সরবরাহ কম হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় দ্বিগুণ। বিদ্যুৎ মিটারে গ্রাহকদের নাম-ঠিকানাও ঠিক নেই- এমন অভিযোগ অনেক মিটার গ্রাহকের। তাছাড়া পল্লী বিদ্যুৎ অফিস যেন দালালদের আশ্রয় কেন্দ্র! দালালদের দৌরাত্ম্য খুবই দৃশ্যমান। দালাল ছাড়া মিটার পাওয়া খুবই কষ্টকর। অফিসে মিটারের জন্যে আবেদন করলে যথাসময়ে মিটার পেতে ভোগান্তির অন্ত থাকে না। অফিস কর্মকর্তারা মুখে দালালবিরোধী কথা বললেও মূলত তাদের সাথে দালালদের ঘনিষ্ঠতার শেষ নেই। করোনাকালীন মিটার না দেখেই বিল প্রস্তুত করে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। তাছাড়া পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে সংযোগ করার প্রমাণও কম নয়। মাসিক বিল পরিশোধ করার পরও পরিবর্তী মাসে বকেয়া বিল হিসেবে বিদ্যুৎ বিলে লিখে দেয়া হয় একসাথে কয়েক মাসের। ব্যাংক ও বিকাশে বিল পরিশোধ করেন গ্রাহকরা। কিন্তু বিকাশের মাধ্যমে পরিশোধ করলে এ ভোগান্তির শিকার হন বলে জানান বাঁশখালীর অনেক মিটার মালিক।
এই ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুুর মুহাম্মদ আজম মজুমদার সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, লাইন সংযোগ ও বিভিন্ন দুর্ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে মাঝেমধ্যে বিঘ্নিত হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ আছে। মিটার গ্রাহকদের নাম-ঠিকানা ত্রুটির ব্যাপারে অফিস দায়ী নয় বরং গ্রাহকদের দায়ী করছেন তিনি। তাছাড়া অতিরিক্ত বিল আদায়, পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে তুলে দেয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা জুন মাস, এই মাসে ব্যতিক্রম হয়েছে।
তবে গ্রাহকদের অভিযোগ করোনাকালীন বাঁশখালীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে বসেও বিদ্যুৎ বিল করছেন অফিসের কর্মকর্তারা। এভাবে বিল আদায় করার পরও তারা পরবর্তী মাসের বিলের সাথে পরিশোধ করা বিলগুলো নতুনভাবে সংযোগ করে দিয়ে আমাদের হয়রানি করছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক।
এমএসএম / জামান
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া