ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাঁশখালীতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও অনিয়মের অন্ত কোথায়?


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫২

চট্টগ্রামের বাঁশখালীতে লাগামহীন বিদ্যুৎ বিরতি ও অতিরিক্ত বিলে অতিষ্ঠ ভুক্তভোগীরা। বুধবার (১৬ জুন) পরিদর্শনকালে গণ্ডামারা, বড়ঘোনা, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, শিলকূপ, সরল এলাকার কয়েকশ মানুষ পল্লী বিদ্যুতের অঘোষিত লোডশেডিংবাজি ও অতিরিক্ত বিল আদায় এবং পূর্ববর্তী মাসের গ্রাহক কর্তৃক পরিশোধিত বিলগুলো পরবর্তী মাসে সংযোগ করাসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রতিটি বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অঘোষিত বিদ্যুৎ বিরতি যেন রুটিনে পরিণত করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। বিদ্যুৎ সরবরাহ কম হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় দ্বিগুণ। বিদ্যুৎ মিটারে গ্রাহকদের নাম-ঠিকানাও ঠিক নেই- এমন অভিযোগ অনেক মিটার গ্রাহকের। তাছাড়া পল্লী বিদ্যুৎ অফিস যেন দালালদের আশ্রয় কেন্দ্র! দালালদের দৌরাত্ম্য খুবই দৃশ্যমান। দালাল ছাড়া মিটার পাওয়া খুবই কষ্টকর। অফিসে মিটারের জন্যে আবেদন করলে যথাসময়ে মিটার পেতে ভোগান্তির অন্ত থাকে না। অফিস কর্মকর্তারা মুখে দালালবিরোধী কথা বললেও মূলত তাদের সাথে দালালদের ঘনিষ্ঠতার শেষ নেই। করোনাকালীন মিটার না দেখেই বিল প্রস্তুত করে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। তাছাড়া পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে সংযোগ করার প্রমাণও কম নয়। মাসিক বিল পরিশোধ করার পরও পরিবর্তী মাসে বকেয়া বিল হিসেবে বিদ্যুৎ বিলে লিখে দেয়া হয় একসাথে কয়েক মাসের। ব্যাংক ও বিকাশে বিল পরিশোধ করেন গ্রাহকরা। কিন্তু বিকাশের মাধ্যমে পরিশোধ করলে এ ভোগান্তির শিকার হন বলে জানান বাঁশখালীর অনেক মিটার মালিক।

এই ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুুর মুহাম্মদ আজম মজুমদার সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, লাইন সংযোগ ও বিভিন্ন দুর্ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে মাঝেমধ্যে বিঘ্নিত হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ আছে। মিটার গ্রাহকদের নাম-ঠিকানা ত্রুটির ব্যাপারে অফিস দায়ী নয় বরং গ্রাহকদের দায়ী করছেন তিনি। তাছাড়া অতিরিক্ত বিল আদায়, পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে তুলে দেয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা জুন মাস, এই মাসে ব্যতিক্রম হয়েছে।

তবে গ্রাহকদের অভিযোগ করোনাকালীন বাঁশখালীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে বসেও বিদ্যুৎ বিল করছেন অফিসের কর্মকর্তারা। এভাবে বিল আদায় করার পরও তারা পরবর্তী মাসের বিলের সাথে পরিশোধ করা বিলগুলো নতুনভাবে সংযোগ করে দিয়ে আমাদের হয়রানি করছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক।

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন