ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাঁশখালীতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও অনিয়মের অন্ত কোথায়?


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৩:৫২

চট্টগ্রামের বাঁশখালীতে লাগামহীন বিদ্যুৎ বিরতি ও অতিরিক্ত বিলে অতিষ্ঠ ভুক্তভোগীরা। বুধবার (১৬ জুন) পরিদর্শনকালে গণ্ডামারা, বড়ঘোনা, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ি, শিলকূপ, সরল এলাকার কয়েকশ মানুষ পল্লী বিদ্যুতের অঘোষিত লোডশেডিংবাজি ও অতিরিক্ত বিল আদায় এবং পূর্ববর্তী মাসের গ্রাহক কর্তৃক পরিশোধিত বিলগুলো পরবর্তী মাসে সংযোগ করাসহ পল্লী বিদ্যুতের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

প্রতিটি বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অঘোষিত বিদ্যুৎ বিরতি যেন রুটিনে পরিণত করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। বিদ্যুৎ সরবরাহ কম হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় দ্বিগুণ। বিদ্যুৎ মিটারে গ্রাহকদের নাম-ঠিকানাও ঠিক নেই- এমন অভিযোগ অনেক মিটার গ্রাহকের। তাছাড়া পল্লী বিদ্যুৎ অফিস যেন দালালদের আশ্রয় কেন্দ্র! দালালদের দৌরাত্ম্য খুবই দৃশ্যমান। দালাল ছাড়া মিটার পাওয়া খুবই কষ্টকর। অফিসে মিটারের জন্যে আবেদন করলে যথাসময়ে মিটার পেতে ভোগান্তির অন্ত থাকে না। অফিস কর্মকর্তারা মুখে দালালবিরোধী কথা বললেও মূলত তাদের সাথে দালালদের ঘনিষ্ঠতার শেষ নেই। করোনাকালীন মিটার না দেখেই বিল প্রস্তুত করে অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। তাছাড়া পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে সংযোগ করার প্রমাণও কম নয়। মাসিক বিল পরিশোধ করার পরও পরিবর্তী মাসে বকেয়া বিল হিসেবে বিদ্যুৎ বিলে লিখে দেয়া হয় একসাথে কয়েক মাসের। ব্যাংক ও বিকাশে বিল পরিশোধ করেন গ্রাহকরা। কিন্তু বিকাশের মাধ্যমে পরিশোধ করলে এ ভোগান্তির শিকার হন বলে জানান বাঁশখালীর অনেক মিটার মালিক।

এই ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নুুর মুহাম্মদ আজম মজুমদার সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময় প্রতিনিধিকে বলেন, লাইন সংযোগ ও বিভিন্ন দুর্ঘটনার কারণে বিদ্যুৎ সরবরাহে মাঝেমধ্যে বিঘ্নিত হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ আছে। মিটার গ্রাহকদের নাম-ঠিকানা ত্রুটির ব্যাপারে অফিস দায়ী নয় বরং গ্রাহকদের দায়ী করছেন তিনি। তাছাড়া অতিরিক্ত বিল আদায়, পরিশোধিত বিলের টাকা পরবর্তী মাসের বিলে তুলে দেয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা জুন মাস, এই মাসে ব্যতিক্রম হয়েছে।

তবে গ্রাহকদের অভিযোগ করোনাকালীন বাঁশখালীর বিভিন্ন এলাকায় দোকানে দোকানে বসেও বিদ্যুৎ বিল করছেন অফিসের কর্মকর্তারা। এভাবে বিল আদায় করার পরও তারা পরবর্তী মাসের বিলের সাথে পরিশোধ করা বিলগুলো নতুনভাবে সংযোগ করে দিয়ে আমাদের হয়রানি করছে বলে অভিযোগ করছেন অনেক গ্রাহক।

এমএসএম / জামান

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত