ধামরাইয়ে সরকারি রাস্তা নির্মাণে বাধা
ঢাকার ধামরাইয়ে সর্বসাধারণের যাতায়াতের রাস্তা নির্মাণে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে নির্মাণাধীন আইপি গ্লোবাল ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। সরকারি অর্থায়নে ও ব্যবস্থাপনায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলেও মাত্র ১৫০ ফুট রাস্তা নির্মাণ বাধাপ্রাপ্ত হওয়ায় রাস্তাটি কোনো কাজেই আসছে না। এ সামান্য রাস্তাটুকু নির্মাণ না হওয়ায় কয়েক গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায়।
ভুক্তভোগীরা জানান, বালিয়া ইউনিয়নের কামারপাড়া, জাঙ্গালিয়া, দূনিগ্রাম, মাদারপুর, সূত্রাপুর, তেলীগ্রাম, বাইচাইল, সুন্দর বাঠালিঢয়া, হিজুলিখোলা, পাবরাইল, ভাবনহাটী, নান্দেশ্বরী ও বাউখন্ড এলাকার মানুষের কৃষিজমি রয়েছে বড় নারায়ণপুর মৌজায়। এছাড়া সাটুরিয়া বাজার, স্কুল-কলেজ, নান্দেশ্বরী মাদ্রাসা, শহীদ টিম্বার অ্যান্ড স’ মিল, কয়েকটি কাস্টিং কড়াই কারখানায় মানুষ হেঁটে এ মৌজার মাঝাখান দিয়েই চলাচল করতেন। মানুষের যাতায়াতের সুবিধার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বালিয়া ইউনিয়নের কামারপাড়া খেলার মাঠের পাশের এসবিবি রাস্তা থেকে একটি মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেন।
প্রায় দেড় কিলোমিটার রাস্তার পুরো কাজই শেষ হয়েছে। শুধুমাত্র নির্মাণাধীন আইপি গ্লোবাল কারখানা কর্তৃপক্ষ বাধা দেয়ায় ১৫০ ফুট রাস্তা নির্মাণ না হওয়ায় পাকা সড়কের সঙ্গে সংযোগ দেয়া যাচ্ছে না। ফলে রাস্তাটি কোনো কাজেই আসছে না। মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে চরমভাবে। প্রতিকার চেয়ে গত ১৪ জানুয়ারি স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন এবং ২০ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেন।
কারখানার তদারকি কর্মকর্তা মো. লিটন মিয়া ও বাবু মিয়া বলেন, আমরা কারখানার আশপাশের সব জমি কিনব। এ রাস্তা নির্মাণ হয়ে গেলে আমরা আর জমি কিনতে পারব না। তাই আমাদের কারখানার পাশ দিয়ে এ রাস্তা নির্মাণ করতে দেয়া হবে না।
ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আমি মালিকপক্ষের সঙ্গে কথা বলে আশানুরূপ কোনো ফল পাইনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
শাফিন / জামান
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়