মহাদেবপুরে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত আত্রাই নদী
প্রকৃতির পালাবদলে এসেছে শীত। ঋতুচক্রের এই দেশে পৌষ ও মাঘ আতিথেয়তার মাস। শীতের শুরুতেই নদী-নালা, খাল-বিলে ছুটে আসে প্রাকৃতিক সৌন্দর্যের অলংকার নানা প্রজাতির অতিথি পাখি। হাজারো পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে নওগাঁর মহাদেবপুর উপজেলার বুকচিরে প্রবাহিত আত্রাই নদী।
এই দৃশ্য না দেখলে বোঝানো দায়, এ যে কী এক আলাদা অনুভূতি! পরিযায়ী পাখির কলকাকলিতে ঘুম ভাঙে উপজেলার কুঞ্জবন এলাকার আত্রাই নদীর দুই পারের মানুষের। পাখির নিরাপদ আবাস করে দিতে প্রচেষ্টার কমতি রাখেনি সেখানকার সামাজিক সংগঠনগুলো। পাখি দেখতে দর্শনার্থীর ভিড় বাড়ছে প্রতিদিন।
এলাকাবাসী জানান, শীতপ্রধান দেশ থেকে নিরাপদ আশ্রয়ের জন্য পরিযায়ী পাখি এসে নদীতে আশ্রয় নেয়। শীতের শুরুতে আসতে শুরু করে এসব পাখি। সারাদিন নদীতে থাকলেও রাতে পাখিগুলো ফিরে যায় পাশের বিল মোহাম্মদপুর, রামচন্দ্রপুর, মধুবনসহ কয়েকটি গ্রামে। ভোরে আবারো ফিরে আসে নদীতে। প্রায় ১২ বছর থেকে আত্রাই নদীর কুঞ্জবন, দশ কলোনি ও মধুবন এলাকাজুড়ে অতিথি পাখি আসছে শীত মৌসুমে। এ সময় নদীতে পানির পরিমাণও কম থাকে। বছরের ৪-৫ মাস পাখিগুলো এখানেই থাকে।
সরজমিন দেখা যায়, নদীতে পানি ছুঁইছুঁই বাঁশ দিয়ে পাখিদের বসার উপযোগী করে গড়ে তোলা হয়েছে অভয়ারণ্য। মনোরম এ পরিবেশ উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থী।
কথা হয় শিল্পী খাতুন, মেরিনা আকতার, সম্রাট হোসেনসহ ১০-১২ জন দর্শনার্থীর সাথে। তারা জানান, পাখির অবাধ বিচরণক্ষেত্র সব সময় তাদের ভালো লাগে। নয়নাভিরাম এ দৃশ্য উপভোগ করতে তারা এখানে বারবার আসেন। সামাজিক সংগঠনের পাশাপাশি সরকারিভাবে পাখির অভয়ারণ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করেন তারা।
কুঞ্জবন এলাকার বিচিত্র পাখি উৎপাদন গবেষণা পরিষদ নামে সামাজিক সংগঠনের পরিচালক মুনসুর সরকার জানান, আত্রাই নদীতে বালিহাঁস, সরালি হাঁস, পানকৌড়ি, রাতচোরাসহ ১০-১৫ প্রজাতির পরিযায়ী পাখির বিচরণ। কেউ যেন পাখি শিকার করতে না পারে এজন্য তারা কাজ করছেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন বলেন, পরিযায়ী পাখির অভয়ারণ্য ও পাখি কলোনি গড়ে ওঠায় দেশে এই উপজেলা প্রশংসিত হয়েছে।
শাফিন / জামান
মধুখালী ডায়াবেটিক সমিতি'র উদ্যোগেনচিকিৎসা সেবা প্রদানের দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
মনপুরায় শ্রেণীকক্ষ দখল করে বসবাস শিক্ষকের - শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
সন্দ্বীপের ছিনিয়ে নেওয়া ভূমি ফিরিয়ে দেওয়া ও জলবায়ু বাস্তুচ্যুতদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
নেত্রীর জন্য অশ্রু, কর্মীদের কান্না: বাঘায় 'তারুণ্যের সমাবেশ' রূপ নিলো আবেগঘন প্রার্থনায়
উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
সীতাকুণ্ডে মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ
কোটালীপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর নির্বাচনী পথযাত্রা
বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
শিক্ষকের অপসারণের দাবিতে বিনোদপুরে মানববন্ধন
ঝিনাইদহে অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করলো সড়ক ও জনপথ বিভাগ