বাঁশখালীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ
চট্টগ্রামের বাঁশখালীতে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমানের প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোছাইন।
বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় কম্বল বিতরণের সময় বক্তব্য রাখেন- উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন, নবনির্বাচিত পৌর কাউন্সিলর প্রণব কুমার দাশ, কাউন্সিলর বদিউল আলম, কাউন্সিলর আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা জাফর আহমদ, ইউপি সদস্য রশিদ আহমদ, নুসরাত জাহান প্রমুখ।
এ সময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডকে দেশের প্রতিটি জেলা-উপজেলার গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর মত জনবান্ধব প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় আজ বাঁশখালীর সহস্রাধিক লোকের মাঝে কম্বল বিতরন করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে।এ সময় বক্তারা আরো বলেন, বাঁশখালীতে যে উন্নয়নের ধারা বহমান, সে ধারা বাঁধাগ্রস্থ করতে একটি পক্ষ বিভিন্ন সময়ে সুকৌশলে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে,তা প্রতিহত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
জামান / জামান