ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দুর্নীতির মামলায় বরখাস্ত হয়েও বহাল দাপটে ড্রাইভার তাজুল


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-১-২০২২ দুপুর ১২:৫৪

কথিত শ্রমিক নেতার প্রভাবে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমান অবৈধ অর্থ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বহিস্কার হলেও বহাল তবিয়তে রয়েছেন গাড়ি চালক তাজুল ইসলাম। সিবিএ নিয়ন্ত্রনের পাশাপাশি তার পরিবারের ডজন খানেক লোক এই প্রতিষ্ঠানে চাকরীরত থাকায় তাদের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন নানা অনিয়ম। এমনকি অনৈতিক কাজের মাসোয়ারা হিসেবে তার লোকজনের সহয়তায় তুলছেন মোটা অংকের চাঁদা। আর যারা চাঁদা দিচ্ছে তারা সুদে আসলে পুরোটাই পুষিয়ে নিচ্ছেন ওয়াসাকে ঠকিয়ে। নাম প্রকাশ না করার শর্তে এমনটিই জানিয়েছেন ভুক্তভোগী একাধিক কর্মকর্তা কর্র্মচারী।
জানা যায় শহরে প্রায় ৬০ লক্ষ মানুষের পানি সরবরাহ ও স্যুয়েরেজের ব্যবস্থা করার দায়িত্বে থাকা চট্টগ্রাম ওয়াসার বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয় ওয়াসার স্থায়ী/ অস্থায়ী কর্মচারী দিয়ে। শ্রমিকদের জিম্মি করে চট্টগ্রাম ওয়াসায় গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ লুটেরা চক্র বা শ্রমিক মাফিয়া সিন্ডিকেট। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফয়জুল্লাহর প্রত্যক্ষ সহায়তায় এই সিন্ডিকেট শ্রমিক লীগের পরিচয় দিয়ে সাধারণ নিরীহ শ্রমিকদের লুটপাট চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাদের এই লুটপাট পরিচালনায় নীরব সমর্থন করে ওয়াসার মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা কারণে প্রতিনিয়ত আলোচনা সমালোচনার মুখোমুখি চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম। এছাড়াও চাঁদপুর থেকে চট্টগ্রামে পারি জমানো বিতর্কিত শ্রমিক নেতা তাজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে দুদকের মামলা আর এই মামলায় অভিযুক্ত হওয়াটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে ওয়াসায় গড়ে তুলেছেন বিশাল চাঁদাবাজি সিন্ডিকেট। দুদক মামলায় অভিযুক্ত হওয়ায় নিজে ওয়াসা থেকে বরখাস্ত হলেও এই সিন্ডিকেট পরিচালনায় প্রায় ডজন খানেক পারিবারিক সদস্য ও নিকট আত্মীয়ের চাকরি বাগিয়ে নিয়েছেন এই বিতর্কিত শ্রমিক নেতা। বিশ্বস্ত সুত্রে জানা যায়, ওয়াসায় রয়েছে তার অঘোষিত একটি নিজস্ব বাহিনী এই বাহিনীর সদস্যরা যদিও ওয়াসার শ্রমিক তবে তাদের চাকরি করে বদি আলম অর্থাৎ বদলি শ্রমিক দ্বারাই। আর এই বাহিনীর সদস্যদেরও রয়েছে বিভিন্ন অপকর্মের অভিযোগ।
জানা যায়  তাজুল ইসলামের এক ভাই প্রকৌশলী শহিদুল ইসলাম, আগ্রাবাদ মড-১ এ কর্মরত আছেন। পানির ভাউচার বিক্রির ব্যাংক স্লিপ জালিয়াতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করছিলেন ওয়াসা কতৃপক্ষ কিন্তু বিতর্কিত এই শ্রমিক নেতার প্রভাবে স্বপদে ফিরে আসেন। আরেক ভাই নজরুল ইসলাম আছেন মিটার পরিদর্শক হিসেবে। চাকরির পাশাপাশি ভাইয়ের ক্ষমতার দাপটে অন্যান্য পরিদর্শকদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করেন ৫ শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। তাজুলের ছেলে তানিম, বহাদ্দারহাটে অস্থায়ী পাম্প অপারেটর, ক্ষমতার প্রভাবে শিশু অবস্থায়ই এইচএসসি পাশ দেখিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। তাজুলের বোন কুসুম আক্তার আয়া হিসেবে যোগ দিলেও করছেন ডাটা এন্ট্রির কাজ। ভাগিনা জিয়া হালিশহরে সহকারী পাম্প অপারেটর, আরেক ভাগিনা কালামিয়া বাজারে অস্থায়ী পাম্প অপারেটরের কাজে আছেন। বোনের জামাই পদ না থাকলেও চাকরী স্থায়ী করা হয়েছে। বউয়ের এক ভাই শাহাদাত মদুনাঘাটে ক্লিনার, আরেক ভাই শওকত কাজ না করেও মড-৩ থেকে নিয়মিত বেতন তুলছেন ৩ বছর যাবৎ। গত ২০২০ সালে ৩ মাসের বেতন বন্ধ করায় তাজুলের মারধরের শিকার হতে হয়েছিল নির্বাহী প্রকৌশলীকে, পরে প্রধান প্রকৌশলীর হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়।   
শুধু তাই নয় ওয়াসার হিসেব অনুযায়ী আউট সোর্সিংয়ে প্রতিদিন কাজ করা ২০১ জন শ্রমিকের কাছ থেকে জনপ্রতি দৈনিক ৭০ টাকা করে মাসে প্রায় ৪ লাখ টাকা আদায় করছেন তার লোকেরা।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার বরখাস্ত হওয়া গাড়ি চালক ও সিবিএ নেতা তাজুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো সব ভুয়া বানোয়াট কল্প কাহিনী। আমাদের কিছু রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা আমাকে ঘায়েল করতে এসব অপপ্রচার করছে। 
এসব অনিয়মের ব্যপারে জানতে চাইলে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফয়জুল্লাহ বলেন আমি কাউকে কোন অনিয়মে সহায়তা করিনা। আর যদি কেউ অনিয়মে জড়ায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিন্দুমাত্র ছাড় দিবনা।

উল্লেখ্য সিবিএ নেতা তাজুল ইসলাম ওয়াসায় যুক্ত হয়েছিলেন গাড়িচালক হিসেবে। সেই চাকরীর নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। গড়েছেন বিলাসবহুল বাড়ি-গাড়ী। এসব অনিয়মের ফলে গত ২০১৭ সালে তার বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় জেলও খেটেছেন। বর্তমানে তিনি সাময়িকভাবে বরখাস্ত আছেন। তবে চাকরীতে পুনঃবহালের জন্য চালাচ্ছেন জোর তদবীর।

শাফিন / শাফিন

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ