ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে টাকার বিনিময়ে বিদেশগামীদের করোনার টিকা সনদ!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-১-২০২২ বিকাল ৫:৪২

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে করোনা টিকার সনদ বাণিজ্যের একটি সিন্ডিকেট। সিন্ডিকেটটি টাকার বিনিময়ে বিদেশেগামীদের হাতে তুলে দিচ্ছে করোনা নেগেটিভ সনদ। দালাল চক্রটির সাথে জড়িত রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা-কর্মচারীও। দালাল চক্রটি পাসর্পোর্ট অফিসের পেশাদার দালাল হিসেবে কয়েকজন কাজ করলেও সেখানে লাভ কম হওয়ায় করোনা নেগেটিভ সনদ বাণিজ্যের ব্যবসায় জড়িয়ে পড়েছে।   
জানা গেছে, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্প-কারখানা ও বিদেশ ভ্রমণ প্রভৃতির জন্য ভ্যাকসিন দেয়ার  ক্ষেত্রেও নিবন্ধনের জটিলতা এবং ধীরগতিসহ নানা অভিযোগ পাওয়া  গেছে। এছাড়া কিছু পর্যটন ব্যবসা সংস্থা যাত্রীদের জন্য ভ্যাকসিন নেয়ার সনদ বাধ্যতামূলক । এদিকে বিদেশগামীদের টিকাদান ও  কোভিড  নেগেটিভ সনদ নিয়ে চট্টগ্রাম জুড়ে রমরমা বাণিজ্যের তথ্য পাওয়া  গেছে। যার  পেছনে জড়িত দালালদের শক্তিশালী নেটওয়ার্ক।  অভিযোগ রয়েছে, চট্টগ্রাম  জেনারেল হাসপাতালে এই চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। তারা টাকার বিনিময়ে কিছু বিদেশগামীকে সরবরাহ করছে  কোভিড-১৯ পরীক্ষার  নেগেটিভ রিপোর্ট ও টিকা গ্রহণের সনদ।
সংশ্লিষ্টরা জানান, যাত্রীর  বেশিরভাগই প্রবাসী। যথাসময়ে কাজে  যোগদানে তাদের বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটিতে যেতে হলে অবশ্যই কোভিড নেগেটিভ সনদ এবং দুই ডোজ টিকাগ্রহণের সনদ প্রয়োজন। এ ছাড়া ইউরোপের দেশগুলো বা যুক্তরাষ্ট্র যেতে হলেও একই ধরনের সনদ দরকার হয়। আর এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে প্রতারক চক্র। ভুয়া কোভিড নেগেটিভ ও টিকার সনদ সরবরাহ করে তারা  দৈনিক হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সময়স্বল্পতার পাশাপাশি যদি কেউ করোনা পজিটিভ হয়ে যায়, তা হলে তার বিদেশে কর্মস্থলে  ফেরা কঠিন হয়ে যায়। এই স্পর্শকাতর বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সংঘবদ্ধ চক্র বিদেশগামী শ্রমিকদের কাছ  থেকে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে। এ কাজে ল্যাবরেটরি টেকনোলজিস্ট, ড্যাটাঅ্যান্ট্রি অপারেটর এবং দালালরা জড়িত। জেনারেল হাসপাতাল ভবনের আশপাশে এমন অসংখ্য দালাল ছড়িয়ে আছেন। যারা মানুষদের  ডেকে ডেকে জানতে চান টিকা সনদ বা কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে কিনা। জেনারেল হাসপাতালের দিলীপ চৌধুরী প্রকাশ পল্টু নামের এমন একজনের সঙ্গে  টেলিফোনে কথা হয়। তিনি দাবি করেন, মোবাইলে এগুলো বলা যাবে না, আসেন সামনা সামনি কথা হবে। কোথাও  কোনো সিরিয়াল দিতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না। শুধু এর জন্য গুনতে হবে ২০  থেকে ২৫ হাজার টাকা। অভিযুক্ত  পটিয়া উপজেলার ছনহরা ধাউরডেঙ্গা এলাকার মৃত বিমল চৌধুরীর পুত্র দিলীপ চৌধুরী পল্টু। দিলীপ চৌধুরীর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন জালিয়তি কর্মকান্ডের সাথে জড়িত থাকার প্রমান রয়েছে। 
অন্যদিকে জালজালিয়াতির মাধ্যমে প্রশাসনের নাকের ডগায় বসে মৃত বিমল চৌধুরীর পুত্র দিলীপ চৌধুরী পল্টু পাসপোর্ট তৈরী করে হয়ে গেছে রাতারাতি বটবৃক্ষ। দিলীপ চৌধুরী পল্টুকে ২০১৭ সালের ১৯ নভেম্বর পাসপোর্ট জালিয়াতিতে ব্যবহৃত জন্মনিবন্ধন সনদ, জাল চেয়ারম্যান সনদ, বিভিন্ন সরকারী কর্মকর্তার সিল ও জাল করা সত্যায়িত অনুলিপি, চসিক ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সিলমোহর ও স্বাক্ষর সম্বলিত অপূরণকৃত জন্ম সনদ ও বেশ কিছু পার্সপোর্টসহ মহানগর  গোয়েন্দা পুলিশের হতে আটক হয়। সরকারি বিভিন্ন গেজেটেড কর্মকর্তা এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানের ভুয়া প্যাড সীল উদ্ধার করা হয়। চট্টগ্রাম সীভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সুজন বড়ুয়া জানান, জেনারেল হাসপাতালে একটি দালাল চক্র বিদেশগামীদের করোনা পজেটিভ নেগেটিভ সনদ দেয়ার নামে ব্যবসা করে আসছে এ ধরণের অভিযোগ আমাদের কাছেও রয়েছে।  
এ বিষয়ে চট্টগ্রাম সীভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর কাছে জানতে চাইলে জেনারেল হাসপাতাল থেকে এ ধরণের সনদ দিয়ে থাকলে বিষয়টি তাদের একান্ত তবে তাদের বিষয়ে আমার কিছু করার নেই, জেনারেল হাসপাতালে যে দায়িত্বে রয়েছে উনি ভাল বলতে পারবে উনার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।  এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. শেখ ফজলে রাব্বী  জানান এ ধরণের কর্মকান্ডের সাথে কেউ জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, অফিসের কেউ জড়িত থাকলেও তাদের ছাড় দেয়া হবে না বলে তিনি জানান। 

শাফিন / শাফিন

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ