ভূঞাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে লাখ লাখ টাকা অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে অবৈধভাবে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ প্রার্থীরা ঘুষের টাকা ফিরত চেয়ে কলেজে গিয়ে অধ্যক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষের অফিস কক্ষে এমন ঘটনা ঘটে।
জানা যায়, লোকমান ফকির ডিগ্রী কলেজে সরকারি নিয়ম বর্হিভূতভাবে ২০১৮ সালে কম্পিউটার কাম অফিস সহকারী পদে ৭ লাখ, জীব বিজ্ঞান প্রদর্শক পদে ১৫ লাখ এবং কম্পিউটার প্রদর্শক পদে ৬ লাখ টাকার বিনিয়মে নিয়োগ দেয় কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার। তবে কলেজে কম্পিউার কাম অফিস সহকারী পদ খালী না থাকলেও অতিরিক্ত পদ দেখিয়ে টাকার বিনিময়ে কর্নেল নামের এক জনকে নিয়োগ দেয়া হয়।
এছাড়া জীব বিজ্ঞান প্রদর্শকে কাউছিয়া নাসরিনকে ও কম্পিউটার প্রদর্শকে আরো একজনকে সরকারী নিয়ম বর্হিভূত কলেজ কর্তৃপক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেয়। এতে দীর্ঘদিনেও বেতন না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা অধ্যক্ষের কাছে ঘুষের টাকা ফেরত চেয়ে কলেজে যায়।
এসময় ঘুষের টাকা ফেরত নেয়াকে কেন্দ্র করে কলেজে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। পরে নিয়োগ প্রার্থীরা অধ্যক্ষের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এছাড়াও কলেজের ৭জন শিক্ষকের পদোন্নতির জন্য ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।
ভুয়া নিয়োগ পাওয়া ক্ষুব্ধ প্রার্থীরা জানান, অতিরিক্ত পদ বানিয়ে এবং নিয়মবর্হিভূতভাবে অধ্যক্ষ কলেজ থেকে তিনটি পদে নিয়োগ দেয় মোটা অঙ্কের টাকার বিনিময়ে। নিয়োগের তিন বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত বেতন হয়নি।
পরে জানতে পারি নিয়োগগুলো অবৈধ ছিল। তাই নিয়োগ নিতে অধ্যক্ষকে দেয়া টাকা ফেরতের জন্য কলেজে গিয়েছিলাম। কিন্তু অধ্যক্ষ আবার বেতন হওয়ার আশ^াস দিয়ে সময় চেয়েছেন।
লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল গোলাম রব্বানী রতন জানান, নিয়োগকৃতরা তাদের ঘুষের টাকা ফেরত নিতে কলেজে আসে। এসময় অধ্যক্ষের সাথে তার কক্ষে টাকা দেয়া ও নেয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এসময় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।
এ বিষয়ে লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার বলেন, নিয়োগকৃতদের কাছ থেকে নেয়া টাকার বিষয়টি ভিত্তিহীন। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ পরিচালন পর্ষদের সভাপতি মোছা. ইশরাত জাহান বলেন, নিয়োগে টাকা লেনদেনের বিষয়টি জানা নেই। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাফিন / প্রীতি
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ