ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে উত্তপ্ত জনপদ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২২ বিকাল ৫:০

চট্টগ্রামের বাঁশখালীর সরল এলাকায় লবণের মাঠ দখল বেদখল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে। লবণের মাঠ দখলকে কেন্দ্র করে প্রতিনিয়তে ঘটছে চাঁদাবাজি, হামলা, সংঘাত ও  সংঘর্ষ। এ পর্যন্ত লবণের মাঠ দখলকে কেন্দ্র করে বাঁশখালী থানায় একাধিক মামলা হয়েছে। চিহ্নিত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চট্টগ্রাম শহরে বসে নিয়ন্ত্রণ করে আসছে বলে সংশ্লিষ্ঠ থানা ও স্থানীয়দের অভিযোগ। 

জানা গেছে, বাঁশখালী উপজেলার সমুদ্র উপকূলীয় অঞ্চল সরলের নবাব আলী চৌধুরী ঘোনা নামের একটি ঘোনা দখলকে কেন্দ্র করে একটি ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। এলাকার গরিব ও অসহায় মানুষেরা দীর্ঘদিন ধরে বাপ-দাদা ও পূর্ব পুরুষেরা মাছের ঘোনা ও লবণের চাষ করে আসছে। হঠাৎ জায়গার দাম বেড়ে যাওয়ায় সন্ত্রাসী গ্রুপের কুনজর পড়ে এলকার দীর্ঘদিনের চাষাবাদ এবং মাছের ঘোনা এবং লবণের মাঠের ওপর। এ নিয়ে এলাকার নিরীহ ও গরিব-অসহায় মানুষদের বিরুদ্ধে মামলা-হামলা ও ভয় দেখিয়ে উচ্ছেদ করে ঘোনা দখলের পাঁয়তারা করে আসছে চক্রটি।

সম্প্রতি গত ২৭ জানুয়ারি লবণ চাষীদের ওপর সন্ত্রাসী গ্রুপ সাবেক ইউপি চেয়ারম্যান আমিনের ছেলে জিসান ও তার পরিবার, তাদের অনুসারীরা নবাব আলী চৌধুরীর পরিবারের ঘোনায় গিয়ে সালাউদ্দীন কাদের মানিকসহ ও ঘোনায় কর্মরত শ্রমিকদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জোরপূর্বক সাইনবোর্ড ভাংচুর এবং মূল্যবান মালামাল লুট করে দখলে নেয়ার চেষ্ঠা চালায়। এ ঘটনায় বাঁশখালী থানায় গত ২৮ জানুয়ারি সাবেক চেয়ারম্যানের ভাইপো কাইয়ুম (২৮), চেয়ারম্যানের পুত্র জিসান (৩০), আরমানুর রশীদ (৪০)-সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় জমিদার মরহুম নবাব আলী চৌধুরীর নাতি সালাউদ্দীন কাদের মানিক বাদী হয়ে অভিযোগ করেন। বাঁশখালী থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

থানায় অভিযোগ করায় তারা ক্ষিপ্ত হয়ে পুনরায় চাষীদের ভয় ও হামলার চেষ্টা করলে সালাউদ্দীন কাদের মানিক বাদী হয়ে বাঁশখালী ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩০ জানুয়ারি কাইয়ুম, সাইমুন, জিসান, সাকিয়াত আমিন, সারাফাত আমিন, সামসিয়াত আমিন, মো. ইউনুচ, মো. কায়ছার, মফিজ,আব্দুর রহমান, ইদ্রিস বাদশা,আব্দুল করিম,মাহবুব আলম, আরমানুর রশীদসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলার অভিযোগে মামলা করেন। আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ বাঁশখালী থানা এবং আদালতে একাধিক মামলা রয়েছে। মাছের ঘোনা ও লবণের মাঠ দখলের বিরোধ মীমাংসার জন্য স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ইউপি চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরীসহ প্রশাসনের মাধ্যমে সমাধানের একাধিকবার উদ্যোগ নিলেও একটি গ্রুপ কর্ণপাত করেনি।

ঘটনায় বিষয়ে জানার জন্য কাইয়ুম নামে একজনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয় যায়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল আববছার বলেন, চাঁদাবাজি, হামলা, লুটপাটের ঘটনায় দায়ের করা মামলাটিতে আদালত তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, সরলের লবণের মাঠ দখলের  ঘটনায় দুটি অভিযোগ হাতে এসেছে। একটি থানায় আর একটি আদালত থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

শাফিন / জামান

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত