শহরবাসীর ঘুম ভাঙবে পাখির গানে

দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা বিরামপুর। কর্মব্যস্ত হাজারো মানুষের আনাগোনা এখানে। এ শহরে সবই আছে কিন্তু কী যেনো একটি নাই। পৌর শহরের বাসিন্দা তানভি, জবা, শাম্মী, এশা, ফারজানা, বর্ষণ আর আরমান খুঁজে বের করেন শহরের সেই অভাব। শহরের বিনোদনপ্রেমী ও কর্মব্যস্ততায় ক্লান্ত মানুষের জন্য নেই গাছতলায় বসে পাখির গান শুনে মনে প্রশান্তি দেবার ব্যবস্থা। যেমন ভাবা তেমন কাজ। বন্ধুরা মিলে শহরের বিভিন স্থানে গাছের ডালে পাখির প্রজনন কেন্দ্র ও নিরাপদ আশ্রয়ের জন্য মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সচেতনমহল।
উদ্যমী যুবকরা সবাই স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নছোয়া সমাজ উন্নয়ন সংস্থা’র সদস্য। গত বছর ২৬ ডিসেম্বর উপজেলার ৩৩জন উদ্যমী যুবককে নিয়ে এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত ২২ জানুয়ারি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে সংগঠনটির এ সামাজিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর থেকে সংগঠনের সদস্য প্রতিদিনই নতুন নতুন জায়গায় গাছের নিরাপদ ডালে উঠে মাটির হাঁড়ি বেঁধে দিয়ে পাখির বাসা তৈরি করে দিচ্ছেন। একাজে কেউ গাছের নিচ থেকে মই ধরে আছেন আবার কেউ মই বেয়ে গাছের মগডালে উঠে শক্ত রশি দিয়ে বাঁধছেন হাঁড়ি। সকলে আনন্দচিত্তে করছেন এ মহৎ কাজ।দুই-একদিনের মধ্যে বিরামপুর থানা চত্বরের সবগুলো গাছে পাখির নিরাপদ আবাসস্থল তৈরি করতে কয়েক ডজন মাটির হাঁড়ি লাগানো হবে বলে প্রতিবেদককে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার।
সংগঠনটির সদস্যরা ইতোমধ্যে উপজেলার গঙ্গাহার গ্রাম ও পৌরশহরের চাঁদপুরের টেংরামারী এলাকার দুটি বড় পুকুরের মালিকের সাথে আলোচনা করে ওই দুইটি পুকুরকে অতিথি পাখির অভয়াশ্রম ঘোষণা করেছেন। সেখানে অতিথি পাখিদের নিরাপদে আশ্রয় দেবার সতর্কতায় দুটি সাইনবোর্ড লাগিয়েছেন সংগঠটির সদস্যরা। এছাড়া পাখি শিকার, বিক্রি ও হত্যা বন্ধে সচেতনতা তৈরিতে উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করছেন সংগঠনটির সদস্যরা।
এ সংগঠনের উদ্যোগে গত দুই সপ্তাহে’র মধ্যে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা ভূমি অফিস চত্বর, বনবিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের গাছের ডালে শতাধিক মাটির হাঁড়ি বেঁধে দেয়া হয়েছে। সেগুলোতে ইতোমধ্যে অনেক পাখি আশ্রয় নিয়েছে। পাখিরা বসছে, খেলা করছে। সেখানে পাখিরা কিচিরমিচির শব্দ করছে।সংগঠনের সদস্যরা আশা করছেন- তাদের এ উদ্যোগের ফলে ব্যস্ত প্রকৃতি থেকে হারিয়ে যাওয়া পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হবে এ শহর। প্রকৃতি ফিরে পাবে তার হারানো জৌলুস।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরমান আলী সময়ের আলোকে বলেন, ‘প্রকৃতি তার সৌন্দর্য হারিয়ে ফেললে পৃথিবীতে মানুষের বেঁচে থাকার পরিবেশ নষ্ট হবে। প্রযুক্তির উন্নয়নের সাথে আজ বৃক্ষ নিধন চলছে। পাখিরা হারাচ্ছে তাদের আবাসস্থল। পাখি হচ্ছে প্রকৃতির অলঙ্কার। এছাড়া পাখি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। এ ভাবনা থেকেই পাখির জন্য নিরাপদ আশ্রয় তৈরি ও তাদের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে আমাদের সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গাছেগাছে পাখির বাসা হিসেবে মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছি। আমাদের শহর পাখির গানে মুখরিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার প্রতিবেদককে বলেন, এলাকার একদল প্রকৃতিপ্রেমী যুবক পরিবেশে পাখি সংরক্ষণ, পাখি শিকার, বিক্রি ও হত্যা বন্ধ করতে এবং পাখিদের নিরাপদ প্রজনন কেন্দ্র ও অভয়াশ্রম তৈরি করতে যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সংগঠনটির সদস্যরা বন্যপ্রাণি সংরক্ষণে সরকারকে সহযোগিতা করছেন। এ কাজে সকলে সহযোগিতা করলে তাদের এ উদ্যোগ সার্থক হবে। স্বেচ্ছাসেবী সংগঠনটির এ সামাজিক কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখলে ঘরবন্দি শিরিনা খাতুন, চলাচলে দুর্ভোগ শতাধিক পরিবারের

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচন নিয়ে গোলক ধাধা

দর্শনা কেরুজ আমতলাপাড়ায় দিনে-দুপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে চুরি

সাঘাটার মডেল মসজিদ: ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ

বগুড়ায় বাসের ভেতর তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ভূট্টা বাদে ৯ প্রকার বীজ প্রণোদনা হিসাবে পাবে ৪২০০ কৃষক

দুর্গাপুরে সেচ্ছাসেবক দলের মাদক বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

কুড়িগ্রামে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে থানা বিএনপির বর্ধিত সভায় মির্জা,ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

দোহারে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
Link Copied