ঢাকা মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রাইভেট টিউটরকে যাবজ্জীবন কারাদণ্ড


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১০-২-২০২২ বিকাল ৫:৫৭
নড়াইলে ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রাইভেট টিউটরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ধর্ষণের দৃশ্য ক্যামেরায় ধারণ করে ব্লাকমেইল করায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের পৃথক ধারায় তাকে মোট ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, আনাদায়ে দেড় বছর কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডদেশ দেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মনিরুজ্জমানের ছেলে দণ্ডপ্রাপ্ত প্রাইভেট টিউটর আশরাফুজ্জমান রানা তার প্রতিবেশী স্কুলছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ২০২০ সালের ১৪ অক্টোবরসহ বিভিন্ন সময় নিজ বাড়িতে ধর্ষণ করে এবং ওই দৃশ্য কৌশলে ক্যামেরায় ধারণ করে ব্লাকমেইল করে। সে সময় নির্যাতিতা ভয়ে ও লজ্জায় সবকিছু গোপন করে। পরে মেয়েটির বিয়ে ঠিক হলে বিয়ে ভাঙতে আশরাফুজ্জামান রানা বরপক্ষকে তার কাছে থাকা আপত্তিকর ছবি দেখানোয় ঘটনা জানাজানি হলে নির্যাতিতার বাবা বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় আশারাফুজ্জামান রানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত রানা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।
 
মামলাটির বিচারকাজ চলাকালীন মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার রায়ের ধার্য দিনে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের দুটি ধারার একটিতে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে এক বছর কারাদণ্ড এবং অপর একটি ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও  এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
 
পর্যায়ক্রমে একটির পর একটি সাজা কার্যকরেরও নির্দেশ দিয়েছে আদালত। 

শাফিন / জামান

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত