যুবলীগ নেতা অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যু্বলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে চন্দনাইশ পৌর যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন পৌর যুবলীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাছবাড়িয়া কলেজ গেট চত্বরে পৌর যুবলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সদস্য হেলাল চৌধুরী, পৌর যুবলীগের সহ-সভাপতি আকতার হোসেন, মো. রফিক চৌধুরী, রেজাউল করিম, মুন্না, ফরহাদ, আমিন, সবুজ, রা
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীর ওপর যারা হামলা করেছে, তাদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে না, ততক্ষণ দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতানের নির্দেশনায় পৌর যুবলীগের নেতৃবৃন্দ মাঠে থাকবে।
এমএসএম / জামান