ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চন্দনাইশের হাশিমপুরে লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১২-২-২০২২ দুপুর ১০:৫২

চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের গুনু মিয়ার ছেলে আবুল কালামের (৫২) লক্ষাধিক টাকার বেলজিয়াম, আকাশমণি জাতের বিভিন্ন আকারের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ২৮ জানুয়ারি সকালে পূর্ব ছৈয়দাবাদের ৩নং ব্রিজ পুঁটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে মো. ইউছুপ (৫৫), জসিম উদ্দিন (৩০), মো. ইমনের (২২) নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবুল কালাম পূর্ব ছৈয়দাবাদের পুঁটিছড়ি এলাকায় তার ভোগদখলীয় বাগানে বেলজিয়াম, আকাশমণি গাছসহ বিভিন্ন জাতের গাছ রোপণ করেন। রোপণকৃত গাছগুলো বিবাদী ইউছুপ তার দলবল নিয়ে জোরপূর্বক কেটে ফেলে। খবর পেয়ে আবুল কালাম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়।

সরেজমিন দেখা গেছে, বাগানের প্রায় সব গাছই ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। এরমধ্যে অধিকাংশ গাছ মাঝামাঝি অংশ থেকে সম্পূর্ণ কেটে ফেলেছে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কালাম বলেন, অনেক কষ্টে রোপণকৃত গাছগুলোর পরিচর্যা করেছি। কিন্তু দিন-দুপুরে জোরপূর্বক আমার সব গাছ কেটে ফেলেছে। যে গাছগুলো কেটে ফেলা হয়েছে তার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা। গাছগুলো বিক্রি করলে আমার সংসারের বড় উপকার হতো।

তিনি আরো বলেন, গাছ কাটার কাজে আমি বাধা দিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরবর্তীতে পুনরায় আমার বাগানে গেলে প্রাণে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে চন্দনাইশ থানার এসআই আবদুল কাদের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: রফিকুল ইসলাম খান

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে চালকের মৃত্যু

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ

বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ক্যাসিনো জুয়ায় জড়িত থাকায় দু'ব্যক্তির কারাদণ্ড

বড়লেখায় রেললাইনে গুরুত্বপূর্ণ রাস্তায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মসজিদের মিম্বার থেকে পার্লামেন্ট সকল স্তরে ওলামাদের বিচরণ হবে-শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে মাঠে ডাক্তার মোঃ ইউনুস আলী

চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা

আন্দোলন নয়, জমি নিয়ে মারামারি তবুও জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন জাহিদ

সংকটে পড়া বৃদ্ধা আশ্রমের পাশে দাঁড়ালেন সমাজ সেবক আব্দুল করিম