চন্দনাইশে সমাজসেবক আশরাফ হোসাইন চৌধুরী ইন্তেকাল
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ আশরাফ হোসাইন চৌধুরী বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। গতকাল রাত ১১টায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার জোহরের নামাজ শেষে পৌরসভার ৯নং ওয়ার্ডের কমর আলী সিকদার জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম আশরফ চৌধুরী বিশিষ্ট চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহীন হোসাইন চৌধুরী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সরওয়ার হোসাইন চৌধুরীর পিতা। তিনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের ট্রাস্টি চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শাফিন / জামান