গজারিয়া উপজেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
গজারিয়া উপজেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এ সভার আয়োজন করা হয়। সভায় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, গজারিয়া থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রইছ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম মহসিন চৌধুরী, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শফি উল্লাহ শফি, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মোঃ আক্তার হোসেন, ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শাহিদ মোঃ লিটন, ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব কামরুল হাসান ফরাজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মিজানুর রহমান প্রধান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শহিদুজ্জামান জুয়েল, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন, গজারিয়া উপজেলা কর্মরত সকল দপ্তরের প্রধান গণ,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলায় কর্তব্যরত ইলেক্টটিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ সহ প্রমুখ।
জামান / জামান