গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব গ্রহণ
সোমবার (১৪ ফ্রেবিয়ারি) মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় ৮নং গজারিয়া ইউনিয়ন পরিষদের সচিব রহিমা দেওয়ান এর সঞ্চালনায় গজারিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে দুপুর ২ টায় ৮নং গজারিয়া ইউনিয়ন পরিষদের বিদায়ী ও নব- নির্বাচিত চেয়ারম্যান এবং সদস্যগণের বিদায়, বরণ, দায়িত্ব হস্তান্তর দোয়া মোনাজাত অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গজারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শফি উল্লাহ শফি এবং গজারিয়া ইউনিয়ন পরিষদ এর ৯ জন পুরুষ মেম্বার ও ৩ জন মহিলা মেম্বারকে ফুলদিয়ে বরণ করেন গজারিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান জনাব আবু তালেব ভূঁইয়া।
অনুষ্ঠান শেষে গজারিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব বুঝিয়ে দেন সাবেক চেয়ারম্যান আবু তালেব ভূইয়া। নব- নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শফি উল্লাহ শফি বলেন আসুন আমরা সব কিছু ভুলে এক সাথে কাজ করি গজারিয়া ইউনিয়ন এর জন্য। গজারিয়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, বি আর ডি বি চেয়ারম্যান বাবুল আক্তার মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মালেক মাষ্টার, সোনালী মার্কেট কমিটির সভাপতি মোঃ হাফেজ আহম্মেদ, ৯ ওয়াডের সাবেক ও নব- নির্বাচিত পুরুষ মেম্বার ও মহিলা মেম্বার প্রমুখ।
জামান / জামান