ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে দৈনিক সকালের সময়ের ৫ম বর্ষপূর্তি উদযাপন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-২-২০২২ বিকাল ৫:১

দৈনিক সকালের সময় ৫ম বর্ষপূতি উৎসব বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের অংশ গ্রহণে উৎসবমূখর পরিবেশে পালন করা হয়। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ব্যুরো প্রধান এস এম পিন্টুর সভাপতিত্বে বর্ষপূতি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীন আক্তার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি সাবিহা মুছা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত চিকিৎসক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালাক ইঞ্জিনিয়ার এ.কে এম ফজলুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ক্যাব কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম নাজের হোসাইন ও  যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট মুজিবুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দীন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জাতীয় পার্টির উত্তর জেলা সাধারণ সম্পাদক ও সাবেক কারা পরিদর্শক শফিকুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, উত্তর জেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার, চান্দগাও থানা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, বাংলাদেশ মাইনরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি দিপানন্দ ভিক্ষু, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম এ ছবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, জাতীয় যুব সংহৃতি যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ছিদ্দিকী। বাংলাদেশ টেলিভিশনের  উপস্থাপিকা ও আবৃত্তিকার দিলরুবা খানম ও সিনিয়র সাংবাদিক কামাল উদ্দীন ও সিনিয়র স্টাফ রিপোর্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পাঠকের শুভেচ্ছা বিনিময়  শেষে আন্তর্জাতিক লালন মঞ্চের জনপ্রিয় কণ্ঠ শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপার একক সংগীত পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীন আক্তার বলেন, দৈনিক সকালের সময় অল্প সময়ের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সকালের সময়ের সাহসী প্রতিবেদনের জন্য চট্টগ্রামের পাঠাকের কাছে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, দৈনিক সকালের সময় চট্টগ্রামের রাজনীতিবিদ এবং রাজনৈতিক সংগঠনের কাছে প্রিয় পত্রিকা, চট্টগ্রামের রাজনীতিবিদ ও কর্মীরা আগামীতে আরও বেশী সকালের সময়ের কাছে সহযোগিতা কামনা করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, সকালের সময় এটি গণমানুষের পত্রিকা,  বর্ষপূতি অনুষ্ঠানে প্রমান করে সকল দল এবং পেশার মানুষের অংশ গ্রহণে আজকের এই অনুষ্ঠান। চট্টগ্রাম  উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, কিছু গণমাধ্যম মানুষকে বিব্রত এবং বিভ্রান্তি করতে সংবাদ পরিবেশন করে সে ক্ষেত্রে সকালের সময় বাস্তবতা সত্যতা যাচাই করে পাঠকের কাছে সংবাদ তুলে ধরে। যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে সকলের সময় মানুষের কাছে প্রিয় দৈনিক।

জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দৈনিক সকালের সময়ে যারা সংবাদ কর্মী রয়েছে তারা সকল রাজনৈতিক দলের সাথে আন্তরিকতা রয়েছে বিরোধী দলের  কর্মকান্ডকে তারা গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করে আসছে পত্রিকার এ অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না আগামীতেও এ ধারা অব্যাহত থাকুক এই কামনা করেন।

 বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি সাবিহা মুছা বলেন, বর্তমান সময়ে আমরা সত্যকে সত্যা মিথ্যাকে মিথ্যা বলার সাহস করি না, এ ক্ষেত্রে সকালের সময় স্রোত বিপরীত গিয়েও সমাজের অন্যায় অনিয়ম অসঙ্গতিগুলো পত্রিকার পাতায় তুলে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে আনতে সাংবাদিকদের সহযোগিতা দরকার। আগামীতে গণতান্ত্রিক আন্দোলনে সকালের সময়কে পাশে থাকার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

লামা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ

তিস্তাসহ অভিন্ন নদীর পানির হিস্যা ভারতের কাছ থেকে আদায় করা হবে : মির্জা ফখরুল

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বারহাট্টায় ৩২টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

হাকালুকি হাওরের পরিবেশ সুরক্ষায় ২৭ হাজার হিজল গাছের চারা রোপণ সম্পন্ন

গাজীপুরে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক যেন মরণ ফাঁদ, দুই যুগ ধরে সংস্কারহীন

খুলনা হেরাজ মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান; জরিমানা

ফুলছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ইব্রাহিম আকন্দ সেলিম

মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের ম্যানেজারের মতবিনিময় সভা

নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর : মির্জা ফখরুল

বাগেরহাটের ফকিরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের বিএনপির অধিকাংশ প্রার্থী কোটিপতি, পিছিয়ে জামায়াত