কাশিয়ানীতে সন্ধ্যার পর বাইরে আড্ডা দেয়ায় ২৬ শিক্ষার্থী আটক
সন্ধ্যার পর পড়ালেখা ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় এক জায়গায় বসে শিক্ষার্থীরা মোবাইল গেমিংসহ বিভিন্ন আড্ডা দেয়ায় ২৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়৷ গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশে রাত ৮টার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থীকে পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এরপর তাদের আবার আটক করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এমএসএম / জামান