ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাংশায় ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে মৃত স্বামীর সম্পত্তির ভাগ নিতে চায় ২২ বছর পূর্বের ডিভোর্সি স্ত্রী


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৩-২-২০২২ দুপুর ২:১৩

রাজবাড়ীর পাংশায় স্বামীর মৃত্যুর পর ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরী করে সম্পত্তির ভাগ নিতে মরিয়া হয়ে উঠেছে প্রায় ২২ বছর পূর্বের ডিভোর্সী স্ত্রী। এমন অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে মৃত স্বামীর দ্বিতীয় স্ত্রী।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে পাংশা উপজেলা পরিষদের বিপরীত পার্শ্বে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান দি মেডিকেল হলে সাংবাদিক সম্মেলন করে এমনটি অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী দীনা খন্দকার।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন প্রয়াত ডা. এ এফ এম শফীউদ্দিন (পাতা) আমার স্বামী। তিনি গত ৩ আগস্ট ২০২১ ইং তারিখে করোনাক্রান্ত হয়ে ঢাকা শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলজি ইনস্টিউট ও হাসপাতালে মুত্য বরণ করেন। তিনি মৃত্যুর প্রায় ৪ বছর আগে গত ৬ মার্চ ২০১৮ ইং তারিখে তার রেখে যাওয়া সম্পত্তি আমি সহ ছয় জনের নামে ওয়ারিশ করে গেছেন।

ছয় জনের মধ্যে  আমি ও সন্তান জারিফাহ জারিন উর্বি ও আতিফ এহসান অঝর এবং তার ডিভোর্সী (প্রথম) স্ত্রীর তিন সন্তান জান্নাতুল ফেরদৌস মৃদু, রওনক জাহান নিঝু ও পূয়াদ জামিল দিপ্ত।

তিনি তার প্রথম স্ত্রী মিনজুয়ারা বেগমকে আজ থেকে প্রায় ২২ বছর পূর্বে গত ১৩মে-২০০০ইং তারিখে ডিভোর্স দেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর গত ২০ জুলাই ২০০০ইং তারিখে আমাকে বিবাহ করেন। তিনি প্রথম স্ত্রী নিমজুয়ারা বেগমকে ডিভোর্স দেওয়ার কারণে তার নামে সম্পত্তির ওয়ারিশ করে যাননি।আমার স্বামীর স্থায়ী ঠিকানা পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামে।অথচ তিনি মারা যাবার পর তার ডিভোর্সী (প্রথম) স্ত্রী পাংশা পৌরসভা থেকে একটি ওয়ারিশ সনদপত্র তৈরি করে তার রেখে যাওয়া সম্পত্তির দাবি করছে। পাংশা পৌরসভা কর্তৃক এই ওয়ারিশ সনদপত্র সম্পুর্ণ ভূয়া।

আমার স্বামীর মৃত্যুর পর এই ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরী করে আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভাগ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পরেছে তার সেই ডিভোর্সী স্ত্রী মিনজুয়ারা বেগম।এছাড়াও সম্প্রতি সময়ে আমাকে হেওপ্রতিপূর্ন করার জন্য বিভিন্ন ভাবে ভয়ভিতি প্রদর্শন করছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এবং এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান। তিনি এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর তিব্র নিন্দা ও প্রাতিবাদ জানান।

এ বিষয়ে অভিযুক্ত ডিভোর্সী ন্ত্রী মিনজুয়ারা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে ​স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের