ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আলুর দাম কম


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ৩:২৪

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে দেধারছে। শুরুতে বাজারদর ভাল থাকায় কৃষকেরা খুশি ছিল। তবে বৈরী আবহাওয়া ও দাম কমে যাওয়ায় ক্ষেত থেকে তারাহুরা করে আলূ তুলছেন তারা। আসন্ন রমজানকে সামনে রেখে অনেকেই আলু লাগালেও দাম কমার ভয়ে কম দামেই আলু বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে এ বছর কোল্ড ষ্টোরেজে বস্তাপ্রতি ভাড়া অনেক বৃদ্ধি পাওয়ায় আলু নিয়ে কিছুটা বিপাকে পরেছেন এ অঞ্চলের কৃষকেরা।

জেলার বিভিন্ন হাট বাজারে কার্ডিনাল জাতের আলু কয়েকদিন পূর্বেই ২০-৩৫ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে কেজি প্রতি ৫-১০ টাকা বিক্রি হতে দেখা যায়। গ্যানেলা জাতের আলু কেজি প্রতি ৪-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী আলু প্রতি কেজি (পুরাতন ও নতুন) ৮-১৫ টাকা দরে। এছাড়াও এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও খুবই কম দামে বিক্রি হতে দেখা যায়। তবে এ দামের সাথে আড়তের দামের মূল্য মিলবে না। অপরদিকে বাজারে বেশ কিছু কোম্পানীর আলু বীজ বিক্রি হলেও কৃষকেরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য কিছু আলু রেখেছেন। গতকাল শনিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া এলাকায় দেখা যায় কার্ডিনাল জাতের আলু তারাহুরা করে তুলে নিচ্ছেন এক কৃষক। তিনি জানান, দাম অনেক কমেছে। রমজানকে উদ্দেশ্যে করে আলু লাগালেও আর অপেক্ষা করতে চাইছেন না তিনি, তাই তিনি অতিরিক্ত শ্রমিক লাগিয়ে এভাবে দ্রæত ক্ষেত থেকে আলু তুলে নিচ্ছেন।

কৃষি বিভাগের মতে এ বছর আলুর বাম্পার ফলন হয়। এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন। এর মধ্যে এ পর্যন্ত আবাদ হয়েছে ২৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৬০২ হেক্টর জমি। যাতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪ হাজার ৬৭০ হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৯২ হাজার ৮০ মেট্রিক টন।
সদর উপজেলার আরাজী ঝাড়গাঁও মোলানী গ্রামের কৃষক মো: আবুল কালাম আজাদ বলেন, তিনি এ বছর দেড় বিঘা (৭৫ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলু লাগিয়েছিলেন। প্রথম ধাপে আলু তুলে ভাল দামে বিক্রি করলেও দম কমতে থাকায় তিনিও সম্পুর্ন আলু কম দামেই বিক্রি করেছেন।  

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় এ মৌসুমে গত বছরের চেয়ে বেশি পরিমানে জমিতে আলুর আবাদ হয়েছে। ২ দিনের বৈরি আবহাওয়া, ঝড় ও বৃষ্টির কারনে আলুর তেমন একটা ক্ষতি হয়নি। বর্তমানে বাজারে আলু কিছুটা কম দামে বিক্রি হলেও সামনের দিনে কৃষকেরা ন্যার্য্য মুল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)