ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোণার খালিয়াজুরীতে নদীর খনন কাজ শেষ হতে না হতেই পুনরায় ভরাট


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১০:১০
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন চাকুয়া ইউনিয়নে পিয়াই নদী খননের এক বছর যেতে না যেতেই পুনরায় ভরাট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খরস্রোতা পিয়াই নদী এখন  ধু ধু বালিময় মাঠে পরিণত হয়েছে ।   হাওড় অধ্যুষিত খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের নদীপথ নির্ভর বিখ্যাত লেপসিয়া বাজার । বাজার ঘেষে বয়ে চলা পিয়াই নদী।  উপজেলার সবচেয়ে বড় বাজার এবং হাওড়াঞ্চলের কৃষকদের সুবিধা বিবেচনা করে নদীটি খননে সরকারী  বরাদ্দ আসার পর নদী খনন কাজ গতবছর শেষ করা হলেও পুনরায় ভরাট হয়ে চলতি শুকনো মৌসুমে তা আবার ধু ধু বালিময় মাঠে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবী নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার সুযোগে ঠিকাদারী  প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়ায় খনন না করায় একবছরেই ভরাট হয়ে গেছে নদীটির বড় একটি অংশ।
 
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, হাওড় এলাকায়  বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয়ে পিয়াই নদীর ৪.৯২ কিলোমিটার ও ২৪ কিলোমিটার খাল খনন এবং ৯.৭৫ কিলোমিটার বাঁধ নির্মানের কাজ শুরু করা হয় । যা ২০২০-২১ অর্থবছরে সম্পন্ন করা হয়। পাউবোর সূত্র ধরে বাস্তবতা খুজে দেখা যায়, ধনু নদী থেকে উৎপত্তি হওয়া পিয়াই নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেষা প্রায় ১ কিলোমিটার জায়গা দেখে বুঝার উপায় নেই আদৌ তা খনন হয়েছিল কি না। কোথাও মরুভুমির মত ধু ধু বালুময় মাঠ আবার কোথাও নাম মাত্র ধারা প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের দাবী নামমাত্র খনন কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই নদীটি খনন করার পরেও বালু উড়ছে নদীর তলায়, মানুষ পায়ে হেটে এপাড় থেকে ওপাড়ে যাচ্ছে। নদীতে পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে বাজারে ঢুকতে পারছে না  পণ্য বাহী নৌকা ও  দুর-দুরান্তের ব্যবসায়ীরা। তাই ধ্বস নেমেছে ব্যবসায়। নদী যথাযথভাবে খনন না হওয়ার অভিযোগ স্থানীয় কৃষকদেরও। তারা বলেন, নদীটি খনন করা হলেও তা আবার ভরাট হয়ে যাওয়ায় এবার বুরো মৌসুমে হাওড়াঞ্চলের অনেক জমি থেকে পানি অনেক দেরী করে নেমেছে তাই মারাত্মক ব্যত্যয় ঘটেছে কৃষি কার্যক্রমে।
 
এমতাবস্থায় নদীটির প্রয়োজনীয়তা বিবেচনাপুর্বক পুনঃখননের বিকল্প নেই। তাই অতি দ্রুত নদীটি পুনঃ খননের ব্যবস্থা করবে পানি উন্নয়ন বোর্ড এমনটাই দাবী সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সর্বসাধারণের।
 
এব্যাপারে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, বাণিজ্যিক ও কৃষকদের স্বার্থ রক্ষায় নদীটি গতবার খনন করা হলেও খননের উচ্ছিষ্ট অংশ নদীর পাড়ে রাখায় তা বর্ষায় আবার নদীতে ফিরে এসে নদীটি ভরাট হয়ে গিয়েছে। এমতাবস্থায় নদীটি পুনঃ খনন জরুরি।
 
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, নদীটিতে পলি জমে কিছুটা অংশ ভরাট হয়ে গিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য। 

এমএসএম / এমএসএম

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট বাচ্চুকে শুভেচ্ছা জানালেন জিয়া মঞ্চ সিরাজগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

কোটালীপাড়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এন্তার অভিযোগ, তদন্তে এসে তোপের মুখে শিক্ষা কর্মকর্তারা

দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় কৃষকের উন্নয়ন স্পষ্ট—হাজী ইয়াছিন

মধুখালীতে ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে, শালিখা'র বিস্তীর্ণ ফসলের মাঠ

বান্দরবানে অবৈধ কাঠ ডিপো ও চেরাই মিলে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার অবৈধ কাঠ জব্দ.

বারহাট্টার সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

টাঙ্গাইলে হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালন

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক