সাহিত্যিকরা সময়ের ইতিহাসবিদ : মজিদ মাহমুদ
প্রখ্যাত কবি মজিদ মাহমুদ বলেছেন, একজন লেখক একজন লেখক বা ইতিহাসবিদদের মতো এবং সাহিত্যিকরা না জন্মালে মানবজাতির লিখিত ইতিহাস থাকত না।
‘মানুষের সংগ্রাম, স্বপ্ন, ভোগান্তি ও আনন্দ, হারিয়ে যাওয়া ভাষা, সভ্যতার উত্থান-পতন ইত্যাদি সাহিত্যে চিত্রিত হয়েছে। সাহিত্যিকরা তাদের পর্যবেক্ষণকে কাগজে-কলমে তুলে ধরে আসছেন অনাদিকাল থেকে। তারা সময়ের ইতিহাসবিদ,’এক সাক্ষাৎকারে মজিদ মাহমুদ এসব বললেন।
লেখক শেয়ার করেছেন কীভাবে তার সাহিত্য যাত্রা শুরু হয়েছিল। পাবনার কৃতি সন্তান বিশিষ্ট কবি মজিদ মাহমুদ বলেন,‘যখন আমার বয়স চৌদ্দ, আমি বুঝতে পেরেছিলাম যে লেখক হওয়া আমার নিয়তি। আমি বাড়ির সাক্ষরতার পরিবেশ থেকে ব্যাপকভাবে উপকৃত হচ্ছি। আমার বড় ভাই, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কবিতা লিখতেন। তিনি ১৯৭১ সালে সোনার বাংলার স্বাধীন হলো এবং শেখ মুজিবের মুক্তি চাই শিরোনামের কবিতা লিখেছিলেন। কবিতাগুলি গ্রামবাসীদের কাছে জনপ্রিয় হয়েছিল যারা সমাবেশে আবৃত্তি করত,' মজিদ মাহমুদ বলেন, 'আমি পাঠ্যপুস্তকে যে গল্প এবং কবিতা পেয়েছি তা মুখস্থ করার চেষ্টা করেছি। বাড়িতে থাকা বই পড়তে অভ্যস্ত। ঠাকুরমার ঝুলি, আরব্য উপন্যাস, বিষাদসিন্ধু এবং অন্যরা আমাকে আমার নিজের একটি কাল্পনিক জগৎ গড়ে তুলতে সাহায্য করেছে।
হে মোর চর কাটরের চর কবির প্রথম কবিতা। ‘আমি যন্ত্রণা থেকে কবিতাটি লিখেছিলাম। সেই সময়, আমার বাবা-মা আমাদের গ্রামের বাড়ি থেকে শহরে চলে যাওয়ার কথা বলছিলেন। আমাদের গ্রামের নাম চর কাটরা। গ্রামের প্রতি আমার গভীর অনুরাগ তৈরি হয়। সেই সিদ্ধান্ত জানার পর আমিও মন খারাপ করে বাল্মীকির মতো হে মোর চার কাটরের চর কবিতাটি লিখেছিলাম, প্রায় চার দশক ধরে কবিতা ও প্রবন্ধ লিখছেন মজিদ মাহমুদ স্মরণ করেন।
‘আমার যাত্রায় আমি বিভিন্ন সংকট, স্বৈরাচারের পতনের পাশাপাশি সমাজের নানা পরিবর্তন প্রত্যক্ষ করেছি। সোশ্যাল মিডিয়া দূরের মানুষকে কাছে আনলেও দূরে ঠেলে দিয়েছে মানুষকে। আমি আমার কাজে যা দেখেছি তা ধরতে চাই,' তিনি বলেন।
কবি আরও বলেন, অতীতের মতো আজকাল মানুষ কবিতায় আচ্ছন্ন হচ্ছে না। ‘কবিতা আজকাল মানুষকে প্রভাবিত করতে পারে না। তদুপরি, সত্তর ও আশির দশকে, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক আন্দোলনে কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল,' মজিদ উল্লেখ করে যোগ করে, 'ইন্টারনেটের উত্থানের কারণে, একটি ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্ট ফোন একজন ব্যক্তিকে সিনেমা দেখার সুযোগ দেয়, টিভি বা বিনোদনের অন্যান্য মাধ্যম তাদের নখদর্পণে। কবিতাকে মানুষের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ নিতে হবে। 'আমরা আমাদের চারপাশে যা দেখি তার সাথে আমরা সবাই যুক্ত। যদি আমরা জগতকে একটি জ্যা হিসাবে কল্পনা করি, আমাদের চারপাশের সবকিছুই এর বিভিন্ন অংশ গঠন করে। এই জ্যা ছিঁড়ে গেলে যে বেদনা আসে তা আমি আমার কবিতায় চিত্রিত করি। কবি হিসেবে ঘাসের দুঃখও আমার হৃদয়ে বাজে,’ বললেন তিনি।
কবি সম্প্রতি তার মেমোরিয়াল ক্লাব উপন্যাসের জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব পুরস্কার পেয়েছেন। 'যেহেতু পুরস্কারটিকে সামাজিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়; তাই এটি প্রাপকের জন্য অবশ্যই আনন্দ নিয়ে আসে। তবে সাহিত্যকর্মের মাহাত্ম্য পরিমাপের জন্য পুরস্কার ব্যবহার করা উচিত নয়,' তিনি উল্লেখ করেন।
মজিদ মাহমুদও অমর একুশে বইমেলায় তার কাজগুলো নিয়ে কথা বলেছেন। ‘আমি বইমেলা কেন্দ্রিক লেখক নই। সারা বছরই আমার বই প্রকাশিত হয়। তবে প্রকাশকরা অমর একুশে বইমেলাকে সামনে রেখে বই প্রকাশ করতে পছন্দ করেন,’ বলেন মজিদ মাহমুদ।
বুনোন প্রকাশনী থেকে শ্রীশ্রী সন্ন্যাসীতলা নামে আমার একটি কবিতার সংকলন প্রকাশিত হয়েছে, আদর্শ প্রকাশনী থেকে চালু হয়েছে পরদেশী কবিতা নামে একটি অনুবাদকর্ম। এছাড়া কলকাতা বইমেলায় কলকাতা লেটার প্রেস থেকে সাতকাগুচ্ছ শিরোনামের একটি কবিতার সংকলন প্রকাশিত হওয়ার কথা রয়েছে বলে মজিদ মাহমুদ জানান।
এমএসএম / এমএসএম
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়
শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন
আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার
প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন
মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট