গাছবাড়িয়ায় পূর্বাণী গাড়ির ধাক্কায় আহত ৮
চট্টগ্রাম-কক্সবাজার-আরকান সড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় পূর্বাণী (ঢাকা মেট্রো ব-১১-২০৪৭) গাড়ির ধাক্কায় ৮ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে কলেজ গেট এলাকায় এ ঘটনা হয়।
আহতরা হলেন- গাছবাড়িয়া এলাকার মো. ইউনুচ (৫৫), ইসলামী ব্যাংকের কর্মচারী বরকত উল্লাহ (৫৬), মোহাম্মাদপুর এলাকার নূর বেগম (৬০), পটিয়ার কচুয়া এলাকার সৈয়দ নুর (৪৩), হাশিমপুর এলাকার মো. আলম (৪৫), সাতাকানিয়া খাগরিয়া এলাকার মুন্নি আক্তার (১৮), দোহাজারী এলাকার পূজা চৌধুরী ও মুক্তা ধর। আহতদের স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বরকত উল্লাহকে চমেক হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা জানান, পূর্বাণী গাড়িটি ওভার স্পিডে থাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে লেগুনাটি দোকানের ভেতর ঢুকে যায়। এতে দোকানের ক্ষয়ক্ষতিসহ দোকানদার ও লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
এমএসএম / জামান