নাচোলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার আয়োজনে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে পৌর চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মতিউর রহমান, এনামুল হক, হুমায়ন কবির, বিশিষ্ট সমাজসেবক মুসা মিয়া, পৌর সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকবর আলী, পৌর কর্মচারী মজিবুর রহমান (আব্বাস) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সকল কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।
এমএসএম / জামান