ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

অনুমতি ছাড়াই পাহাড়ের পাদদেশে ইটভাটা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ১২:২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সাবেনিখিল এলাকা পাহাড়, টিলা ও বনাঞ্চলে একাকার ছিল। সেই পাহাড়, টিলা ও বনের মধ্যেই এখন ইটভাটা। আশঙ্কা করা হচ্ছে, এতে সেখানকার সেই পাহাড়, টিলা ও বনাঞ্চলের অস্তিত্ব সংকটে পড়বে। অভিযোগ আছে, পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়া উৎপাদন করছে এই ইটভাটা। 

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। তাছাড়া কোনো পাহাড় বা টিলার উপরিভাগে, ঢালে বা তৎসংলগ্ন সমতলে এবং পাদদেশ হতে আধা কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না।

সরেজমিন দেখা যায়, এই ইটভাটার দুই পাশে রয়েছে ছোট ছোট পাহাড়। ‍এছাড়া পাশে রয়েছে ফসলি জমি, ‍এছাড়াও লোকালয় রয়েছে। স্থানীয় মানুষজনের ভাষ্য, এই ভাটা থেকে একসাথে দৈনিক অনেক ইট তৈরি হয়। মৌসুমে পাহাড় ও টিলা থেকে মাটি কেটে নিয়ে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। জনমনে প্রশ্ন, কেন এই বেআইনি ইটভাটার বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিচ্ছে না।

মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ নামে এই ইটভাটার মালিক মো. এমরান হোসেন লিটন বলেন, সব ধরনের লাইসেন্স মেনে আমরা পরীক্ষামূলক উৎপাদনে আছি। ডকুমেন্টের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ডকুমেন্ট ছাড়া কি ফ্যাক্টরি চলে?

মিরসরাই ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকা জানান, মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ-এর স্বত্বাধিকারী আমাদের ইটভাটা মালিক সমিতির কোনো সদস্য নয়। এটা কিভাবে চলছে আমাদের জানা নেই।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, পাহাড় ও টিলার মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার জানান, মেসার্স এমরানী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিঃ নামে একটি ইটভাটা আবেদন করলে সরেজমিন তদন্ত গিয়ে দেখা দেখা যায় এটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। তাই এই ইটভাটার অনুমোদন দেয়া হয়নি।

এমএসএম / জামান

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের