শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলামকে গ্রেফতারের দাবিতে সোমবার (৭ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে সম্মিলিত ছাত্রজোটের শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা।
উপজেলার সম্মিলিত ছাত্রজোটের ব্যানারে পৌর শহরের শিবদীঘি চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তৌহিদুলের কুশপুত্তলিকা দাহ করে বিচারের দাবি জানান শিক্ষাথীরা।
এ সময় রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী সাহরিয়ার, থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ (তদন্ত) বলেন, বাংলাদেশের যে প্রান্তে থাকুক তৌহিদুলকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আজকে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা চলছে।
শিক্ষাথীরা প্রশাসনের কথায় আশ্বস্ত হয়ে আরোধ থেকে সরে দাঁড়িয়ে বলেন, তিন দিনের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে আমরা আবারো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
গত বৃহস্পতিবার থেকে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে তৌহিদুলের বাড়িতে অনশন করলেও কোনো সুরাহা না হওয়ার প্রতিবাদে গত শনিবার উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে তারা তৌহিদুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এছাড়াও তারা তাদের সহপাঠীর সাথে যে অন্যায় হয়েছে তার সঠিক বিচার না হওয়া পযর্ন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেয়। পরিশেষে শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের কাছে একটি স্মারকলিপি দেয়।
আন্দোলনের পর থানা পুলিশ গতকাল রোববার ৫ জনের নামে মামলা রেকর্ডভুক্ত করে ভিকটিমকে তৌহিদুলের বাড়ি থেকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করে।
এ প্রসঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থী জানায়, কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুলের সাথে আমার আড়াই বছরের প্রেমের সম্পর্ক। বিভিন্ন কৌশলে আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এখন তিনি অন্য জায়গায় বিয়ে করছেন জানতে পেরে আমি তৌহিদুলের কাছে এর কারণ জানতে চাইলে তিনি আমাকে এড়িয়ে যান। পরে জানতে পারি তিনি আমাকে বাদে অন্য জায়গায় বিয়ে করার পাঁয়তারা করছেন। এ কারণে আমি আমার অধিকার আদায়ের জন্য গত বৃহস্পতিবার তৌহিদুলের বাড়িতে অবস্থান নিয়েছিলাম।
সে আরো জানায়, আমি আমার দেশের সকল সহপাঠীর কাছে আবেদন জানাই, কেউ যেন আমার মতো এমন ছলনায় পড়ে এমন প্রতারণার শিকার না হয়। তাই সকল নারী সহপাঠীকে সেদিক থেকে সচেতন থাকার অনুরোধ করছি।
রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে আমরা সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এলাহিকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে বেসরকারি বিধিমালায় ব্যবস্থা নেয়া হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি ও আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা কমিটি এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেইনি। তবে মামলার কপি পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার
সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি
Link Copied