মাননীয় প্রধানমন্ত্রীর পাকা ঘর উপহার পেলেন আক্কেলপুরের ১০টি পরিবার
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবার পেয়েছেন ২ শতাংশ জমির উপর নির্মিত ২ কক্ষ বিশিষ্ঠ পাকা বাড়ি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মহীদুল ইসলামের সঞ্চালনায় ১০ টি পরিবারের মধ্যে বাড়ির চাবি ও জমির মালিকানার কাগজ হস্তান্তর ও বিভিন্ন সুয়োগ-সুবিধার ক্ষেত্র তুলে ধরা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী , সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী প্রমুখ।
এমএসএম / এমএসএম