হাটহাজারীতে জাতীয় দুর্যোগ দিবস পালিত
‘মুজিবর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতির গতিশীলতা’- প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে র্যালি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন সহ-কর্মকর্তা আহসানুল হকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহ-কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। এর আগে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান