কাশিয়ানীতে কুপিয়ে হত্যা, বাঁশঝাড় থেকে লাশ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব চরপদ্মবিলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবিউল শেখ পূর্ব চরপদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।
নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানান, বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউল শেখকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই রবিউল শেখ নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধান মেলেনি।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বলাই বিশ্বাসের বাঁশঝাড়ের মধ্যে রবিউল শেখের লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক বাড়িতে খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে রবিউল শেখের লাশ শনাক্ত করেন।
এলাকাবাসী জানান, ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হন। এ ঘটনায় আপন খালাতো ভাই রবিউল শেখ ও তার ভাইদের আসামি করে মামলা হয়। ওই মামলা এখনো আদালতে বিচারাধীন।
ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান