নালিতাবাড়ীতে সৌরবিদ্যুতে সেচ, কৃষকের চোখে আশার আলো
শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যামের উজানে হাইড্রোলিক স্ট্রাকচারের ওপর ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম চালু করা হয়েছে। অল্প খরচে পানি সেচের সুবিধা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। ফলে ভবিষ্যতে স্বল্প খরচে সেচ সুবিধার মাধ্যমে কৃষকরা নিরবচ্ছিন্ন ফসল ফলাতে আশার আলো দেখছেন।
শেরপুরের বিএডিসি অফিস সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদনের ঝুঁকি মোকাবেলায় ২০১৬ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ১৪ কোটি টাকা ব্যয়ে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করা হয়। তারই একটু উজানে চেল্লাখালী নদীর উপর ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ১২৪ টাকা ব্যয়ে নির্মিত হয় হাইড্রোলিক স্ট্রাকচারের উপর ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম। আর ওই পাম্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা পানি নিয়ে তাদের সেচের কাজ করছেন। আগামীতে বিদ্যুৎ চালিত পাম্প না ব্যবহার করে স্বল্প খরচের সোলার মর্টার বা পাম্প চালিয়ে তাদের সেচ কাজ করতে সহজ হবে।
সোলার প্ল্যান্ট সম্পর্কে স্থানীয় কৃষক আহসান আলী বলেন, চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যামে সোলার প্ল্যান্ট হওয়াতে সেচ কাজে কৃষিতে আমাদের খরচ অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে প্রতি একর জমিতে খরচ হতো ৬-৭ হাজার টাকা, এখন আমরা ওই সোলার প্ল্যান্টের সেচের মাধ্যমে তা ৩-৪ হাজার টাকার মধ্যে শেষ করতে পারছি। আরেক কৃষক মোহাম্মদ আলী বলেন, চেল্লাখালী রাবার ড্যামে নির্মিত সোলার প্ল্যান্ট আমাদের কৃষিতে নতুন সম্ভাবনা যোগ করেছে। আগে পাম্প ও বিদ্যুৎ নিয়ে সব সময় ঝামেলা পোহাতে হতো। এটি চালু হওয়ায় আমাদের আর সেই সমস্যায় পড়তে হয়না।
প্রকল্পের পাম্প হাউজের দায়িত্বে থাকা মন্টু মিয়া জানান, সোলার পাম্পটি টানা ৬ ঘণ্টা চালানো যায়। এটা যদি ১০ ঘণ্টা চালানো যায়, তাহলে কৃষকরা আরও বেশী সুবিধা পেতেন। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকার কৃষকদের সেচ সুবিধা আরও বাড়বে।এব্যাপারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (ক্ষুদ্র সেচ) শেরপুরের সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী আল বাকী জানান, ওই প্রকল্পের আওতায় ১০টি ডিজেলচালিত, ৮টি বৈদ্যুতিক মর্টার ও ১টি পাম্প হাউজের মাধ্যমে ভূ-উপরস্থ পানি ব্যবহারে প্রায় এক হাজার কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সোলার পাম্প ও রাবারড্যামের জমাকৃত ভূ-উপরস্থ পানি পাওয়ায় আস্তে আস্তে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাচ্ছে।
এমএসএম / জামান
আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা