ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ফেসবুককে কাজে লাগিয়ে রক্তের খোঁজে ছুটে বেড়ায় একদল তরুণ-তরুণী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ৩:২

'সাহসী হোন ও রক্তদান করুন, প্রত্যেক রক্তদাতাই বীর' এ স্লোগানকে সামনে রেখে মানবসেবায় এগিয়ে চলছে 'আল কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশন' নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। প্রত্যন্ত গ্রামের অঞ্চলের অসহায় গরীব-দুখীদের পাশে দাঁড়ানো ও মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করাই সংগঠনটির মূল নেশা। সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) প্লাটফর্মকে কাজে লাগিয়ে সংগঠনটির একদল তরুণ-তরুণী ও যুবক মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২০ সালে সংগঠনটির জন্মলগ্ন থেকেই সামাজিক সেবামূলক কাজ করাসহ নানা ধরণের রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান সেবায় নিয়োজিত থাকছেন। সংগঠনটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকা থেকে পরিচালনা করেন একদল তরুণ-তরুণী ও যুবক। সংগঠনের সদস্যদের অর্থায়নে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশীদার হচ্ছেন।

এরইধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ মার্চ) দিনব্যাপি উপজেলার মাটিকাটা গ্রামে নিকরাইল ইউনিয়ন পরিষদে মা ও শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেছে সংগঠনটি। বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা কর্মসূচি উদ্বোধন করেন, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জুরান আলী মণ্ডলসহ সংগঠনের অন্য সদস্যরা।

সংগঠনটির সেবা প্রদানের মধ্যে রয়েছে- দেশের প্রত্যেকটি অঞ্চলে রক্তদাতা ব্যবস্থা করে দেওয়া, গরীব-দুঃখী ও অসহায় শিক্ষার্থীদের পড়ালেখায় পাশে দাঁড়ানো, রক্তদানে সচেনতা বৃদ্ধি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোসহ ইত্যাদি। ইতিমধ্যে সংগঠনটি দুই বছরে তাদের সামাজিক সেবামূলক কাজে স্থানীয় লোকজনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সংগঠনের সদস্যরা কুড়িয়েছেন প্রসংশা। তাদের কাজে বিত্তবান, জনপ্রতিনিধিরাও নানা ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।

আল কারীমু মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা পলাশ বলেন, ২০২০ সাল থেকে মানুষদের জন্য বিনামূল্যে রক্ত প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয়ে ক্যাম্প করে যাচ্ছি। সমাজের জনপ্রতিনিধি, বিত্তবান ও সংগঠন সদস্যদের অর্থ দিয়ে বিভিন্ন সময়ে সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষদের পাশে রয়েছে। মানব কল্যাণে রোগীদের রক্ত প্রদানসহ নানা আমাদের নানা কর্মসূচি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। 

জামান / জামান

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু