আনোয়ারায় বন্ধ হচ্ছেনা অবৈধ ইটভাটা, চলছে পাহাড় কাটাও, নীরব প্রশাসন
চট্টগ্রামসহ সারা দেশে পরিবেশ ক্ষতিকারক অবৈধ ইটভাটা উচ্ছেদের কাজ চলমান থাকলেও আনোয়ারা উপজেলার বটতলী মৌজায় জন বসতি বেস্টিত তিন ফসলি জমির উপর গড়ে উঠা মোহ্ছেন আউলিয়া ব্রিকস(এমবিএম) নামের অবৈধ ইটভাটাটি বন্ধ বা উচ্ছেদ করতে প্রশাসনের কোন উদ্যোগই দেখা যাচ্ছেনা। ইটভাটাটি সম্পূর্ণ অবৈধ তা জেনেও সংশ্লিষ্টদ কর্তৃপক্ষের রহসূজনক নীরবতায় জনমনে তৈরী হচ্ছে ক্ষোভ ও নানা প্রশ্ন।
২০১৭ সালে পরিবেশ পারিপার্শ্বিকতার তোয়াক্কা না করে উপজেলার বটতলী ইউনিয়নের পরীর বিলে জনৈক শামসুল আলম সম্পূর্ণ তিন ফসলী জমির উপর গড়ে তোলেন এই অবৈধ ইটভাটাটি। প্রথমে ৮০শতক জায়গা নিয়ে ইট তৈরীর কাজ শুরু করলেও ধীরে ধীরে আশপাশের বিভিন্ন জনের জায়গা জবর দখল করে ইটভাটার কাজে ব্যবহার করতে থাকেন তিনি। আর চার পাশের বিশেষ করে সরেঙ্গা,তুলাতলী,পশ্চিম বরৈয়া ও গুন্দ্বীপ মৌজা থেকে রাতের আধাঁরে ফসলি জমির মাটি কেটে শতশত ট্রাক মাটি ঢোকানো হচ্ছে ভাটাটির জটরে। এ নিয়ে বেশ ক'জন স্থানীয় সাধারণ কৃষকের সাথে ঝগড়া বিবাদের ঘটনাও ঘটে এই শামসুল ও তার পার্ষদ লাঠিয়াল বাহিনীর সাথে। বর্তমানেও চলমান রয়েছে বিভিন্ন জনের সাথে নানা দেন দরবার।
এসব বিষয়ে বিভিন্ন ভাবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে নালিশ করেও মিলছেনা কোনো সুরাহা, উপরন্তু ওই শামসুলে দাম্ভিকতায় ভিত সন্ত্রষ্ট হয়ে পড়চে ভুক্তভোগী অনেকেই।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন এই অবৈধ ইপভাটাটি উচ্ছেদ করতে গত বছরের মার্চ মাসে চট্টগ্রাম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে ইটভাটা গুড়িয়ে দেওয়ার সকল সরঞ্জামাদি নিয়ে এসেও রহস্যজনক কারনে তা আর উচ্ছেদ না করে ফিরে যান সেই অভিযানিক দলটি।
পরে স্থানীয় সূত্রে জানা যায় ওই সময়ে ব্রিকফিল্ড মালিক শামসুলকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা ও পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজাদি জোগাড় করতে তিন মাসের সময় বেধেঁ দেওয়া হয়েছিল।
বেধেঁ দেওয়া তিন মাস পেরিয়ে এখন এক বৎসরে পার হলো এই সময়ে উক্ত ইটভাটার বৈধ কাগজপত্র ঠিক করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অনেকটা ক্ষিপ্ত হয়ে ফিল্ড মালিক শামসুল বলেন সেটা আমাকে কেন জিজ্ঞেস করছেন, পরিবেশ অফিসে যান, আমি আপনাদের কেন বলবো।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মফিদুল আলম বলেন ইটভাটাটির ছাড়পত্র বা বৈধতা আছে কিনা আমার জানা নেই, আপনি ফেরদৌস সাহেবের সাথে যোগাযোগ করেন।
বিষয়টি নিয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাও অভিন্ন সুরে কথা বলেন, তিনি বলেন ইটভাটা বৈধ কি অবৈধ তা আমার জানা নেই এবং সেটি আমার দেখার বিষয়ও নয়, সেটি দেখবে পরিবেশ অধিদপ্তর।
এ দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় পাহাড় কেটে তৈরি করা হচ্ছে খেলার মাট, গড়ে তোলা হচ্ছে আশ্রয়ন প্রকল্পের নামে বসত ঘর।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় একটি মাটি কাটার স্কেভেটর দিয়ে পাহাড়টির মাটি কাটা হচ্ছে নির্বিচারে। উপড়ে ফেলা হয়েছে শতাধিক ফলজ ও বনজ বৃক্ষ, সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে ঢালুতে বসবাসরত ভূমিহীন ছয়টি অসহায় পরিবারকে।
পরিবেশ অধিদপ্তরের কোনোরকম অনুমতি ছাড়া কথিত উন্নয়নের অজুহাতে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইউএনও'র নির্দেশে এই পাহাড়টি কেটে ফেলা হচ্ছে, প্রতিদিন এখান থেকে শতশত ট্রাক মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বসবাসরত অন্তত ছয়টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করা হয়েছে যা সম্পূর্ন অমানবিক।
যদিও বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইনের(সংশোধিত)২০১০ এর ৬ এর 'খ' ধারায় বলা আছে কোন পাহাড় বা টিলা কর্তন বা মোচন যাবেনা, তবে জাতীয় স্বার্থে অপরিহার্য প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই পাহাড়/টিলা কর্তন করা যাবে।
তবে বিশেষ সূত্রে জানা যায় উক্ত পাহাড় কাটার বিষয়ে পরিবেশ ছাড়পত্র নেয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার বলেন পাহাড় কাটা হচ্ছেনা, এখানে আমরা শ্রেণীবিন্যাস করে সমতল করছি, এখানকার কিছু মাটি নিয়ে একটি স্কুলের মাঠ ভরাট করছি।
এলাকার সচেতন মহল মনে করেন পরিবেশের সর্বনাশ করে খেলার মাঠ ভরাট করার কোনো মানে হয়না, পরিবেশ আইনের সঠিক প্রয়োগ না থাকায় যে যার ইচ্ছে মত পরিবেশ ধ্বংস করে যাচ্ছে।
যদি পরিবেশই বিপন্ন হয় তাহলে এই উন্নয়ন দিয়ে কি হবে?
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা