ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি তারা


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২০-৬-২০২১ রাত ৯:৩৫

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ওয়াইজ্জার পাড়ার নাছির উদ্দীন ও তার স্ত্রী ফাতেমা বেগম জানান, সংসারে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। জীবনে একটি সেমি পাকা ঘরে থাকার স্বপ্ন দেখতেন
তিনি। কিন্তু কখনো কল্পনাও করেননি তাকে কেউ একটা সেমি পাকা ঘর করে দিবে। জমিসহ এই রকম একটি ঘর প্রধানমন্ত্রীর নিকট থেকে উপহার পেয়ে তিনি অত্যন্ত খুশি।

কুতুবদিয়ায় তারমত ২য় ধাপে আরও যারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তারা হলেন, বড়ঘোপ মুরালিয়া গ্রামের নুরুচ্ছফার পুত্র শাহাজান ও তার স্ত্রী মুর্শেদা বগম,মৃত মোহাম্মদ হোছনের পুত্র মুচলিম ও তার স্ত্রী শাহিদা,ফোরকানের স্ত্রী রাশেদা,মৃত জাকের হোছাইনের পুত্র নুরুল আমিন ও তার স্ত্রী মিলনুঝ,মুনসেফ মিয়ার পুত্র নুরুল কবির ও তার স্ত্রী রোজিনা বেগম, উত্তর ধুরুং জইজ্জার পাড়ার জান আলী পুত্র নেজাম উদ্দিন ও তার স্ত্রী রাহানা বেগম,একই ইউনিয়নের মনুসিকদার পাড়ার মৃত নজির আহমদের কন্যা চরফরাজ খাতুন কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের আবু বকরের ছেলে বেলাল ও তার স্ত্রী রোকেয়া বেগম। 

২০ জুন (রবিবার) দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে প্রকৃত ভূমিহীনদের মধ্যে একযোগে ৫৩ হাজার ৩ শত ৪০টি ঘর বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাব উদ্বোধন করার পর কুতুবদিয়ায় ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ১১টি ঘরের দলিল হস্তান্তর করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরের জামান চৌধুরী।

অনুষ্ঠানে অনুপস্থিত উপকারভোগীদের দলিল পত্র পরবর্তীতে তাদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানান ইউএনও। অনুষ্ঠানটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরাসরি প্রজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। 
এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কম, বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারি, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী,দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন,কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী,সাংবাদিক এম,এ মান্নান, নজরুল ইসলাম, আবুল কাসেম ও শাহেদুল মনিরসহ  উপজেলার সকল জনপ্রতিনিধি, প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ