হাটহাজারীতে কারাতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে চিত্রনায়ক রুবেল

চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল বলেছেন, দেশের কিশোর-কিশোরীদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষণ গ্রহণ করলে আত্মরক্ষা সহজেই করা যায়। তাছাড়া শত্রুর মোকাবেলা করতে প্রতি পরিবারের সদস্যদের কারাতে প্রশিক্ষণ নিতে হবে।
তিনি আজ বুধবার (২৩ মার্চ) হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় কিশোর-কিশোরীদের কারাতে প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখিত অভিমত ব্যক্ত করেন। তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সন্মাননা প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ নুরুল আবছারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিত্রনায়ক রুবেল বলেন, আমার সবচেয়ে প্রিয় তিনটি এলাকা রয়েছে, যেখানে আমার ভক্তসংখ্যা বেশি। এর অন্যতম চট্টগ্রাম। আমার আড়াইশ’ ছবির মধ্যে ২০০ ছবি চট্টগ্রামে করেছি। সবার একটা স্বপ্ন থাকে, কেউ চিকিৎসক, ইঞ্জিনিয়ার বা অন্য ভালো পেশায় যাবে।আমার স্বপ্ন ছিল কারাতেকে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে এবং প্রতিটি ঘরে একজন করে কারাতে তৈরি করার। সেই স্বপ্ন আজ আমার পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য খেলার মতোই এ কারাতেকে মহিলা বিষয়ক অধিদপ্তরে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়োর প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা খাতুন, গভর্নিং বডির সাবেক সভাপতি নাজিম উদ্দীন, অভিভাবক সদস্য মো. শাহেদ, মো. দৌলত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কারাতে প্রশিক্ষক অজয় দে।
পরে তিনি উপজেলা শিক্ষা কমিটির সভায় যোগ দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। এ সময় শিক্ষা কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান

ডোমারে ওসির অপসারণ দাবীতে ঝাড়ু মিছিল

সিংড়ায় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত

আদমদীঘিতে শারর্দীয় দুর্গাপুজা শান্তিপুন ভাবে উদযাপনের লক্ষে প্রস্ততিমুলক সভা

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

মির্জাগঞ্জে নয় মাসের নাতি কে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম

শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি
