বাঁশখালীর "হইব্যা" ডাকাতকে অস্ত্র সহ র্যাবে গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও ডাকাতি সহ অন্তত ১০ মামলার আসামি কবির আহমদ (হইব্যা)ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মুহাম্মদ নুরুল আবছার দৈনিক সকালের প্রতিবেদককে জানান,২৩ মার্চ(বুধবার)বাঁশখালী উপজেলাধীন উত্তর জলদীর ভাদালিয়া এলাকায়"হইব্যা" ডাকাত তার নিজ বাড়ীতে আরো কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী সহ অপরাধ সংঘঠনের জন্যে প্রস্তুতি নিয়ে অবস্থান করছে,এমন সংবাদ পেয়ে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে ভোর পৌন চারটার দিকে তাকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃত কবির আহমদ (হইব্যা)ডাকাত ওই এলাকার বজল আহমদের ছেলে।
র্যাবের জিজ্ঞাবাদে গ্রেপ্তারকৃত কবির আহমদ (হইব্যা) ডাকাতের দেয়া তথ্য মতে তল্লাশি চালিয়ে তার টিনের ঘরের সিলিংয়ের উপর থেকে দেশীয় কাঠের বাটযুক্ত ১টি থ্রি কোয়ার্টার গান ও একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট বাঁশখালী থানায় আসামি ও উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ সহ হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
এমএসএম / এমএসএম