ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধ হুমকির মুখে


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৫:২৪
মিরসরাইয়ে মুহুরী প্রজেক্ট বেঁড়ি বাঁধের গোড়ায় মাটি কেটে বিক্রি করছে একটি সিন্ডিকেট। এতে করে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি হুমকীর মুখে পড়তে যাচ্ছে। মাটি বিক্রির খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করলেও। দায় সারা সাধারণ ডায়রি করে।
 
 
সরোজমিনে দেখা যায়, মুহুরী প্রজেক্ট বাজার থেকে সাড়ে তিন কিলোমিটার বেঁড়ি বাঁধটি পশ্চিম দিকে ফেনীর নদীর উপর থাকা ৪০ দরজার সুইচ গেইট পর্যন্ত চলে যায়। যা বাঁধটি বর্তমানে মুহুরী প্রজেক্ট সড়ক হিসেবের পাশাপাশি পর্যটক এর আকর্ষণীয় স্থান হয়ে আসছে। মুহুরী প্রজেক্ট বাজার থেকে প্রায় অর্ধ কিলোমিটার সামনে সড়কের উত্তর পাশে বাঁধের গোড়া কেটে গত কয়েকদিন ধরে মাটি বিক্রি করে দিচ্ছে স্থানীয় মোঃ পারভেজ, মোঃ রিয়াদ, মোঃফরহাদের নেতৃত্বে অনেক জন জড়িত রয়েছে বলে ‌স্থানীয়রা জানান । এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ফরহাদ ও দুঃখ নামের দুই জনকে আনসার সদস্যদের সাথে বাকবিতণ্ড ও হাতাহাতি করতে দেখা যায়।
 
 ঘটনা স্থলে বাঁধের গোড়ার এক’শ ফুট দৈর্ঘ্য ও ৩০ফুট প্রস্থ পর্যন্ত মাটি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। মাটি নেওয়া জন্য ট্রাক তুলতে বাঁধের পাশে দেওয়া ৪টি নিরাপত্তা পিলারও ভেঙ্গে ফেলা হয়েছে। সংবাদ কর্মীরা আসছে খবর পেয়ে মাটি কাটার স্থান থেকে স্কেভেটর ও ট্রাক সরিয়ে নিয়েছে মাটি কাটার দায়িত্বে থাকা লোকজন। 
মো.ফরহাদ অভিযোগ সম্পর্কে বলেন, প্রজেক্ট এলাকা বাঁধের উপর দিয়ে দিঘীতে পানি দেওয়া নিয়ে সুইচ গেইট এলাকার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে আমাদের বাকবিতন্ডা হয়। কিন্তু মাটি কাটার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।  
 
সাধারণ ডায়রির বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ নুরন্নবীর কাছে দৈনিক সকালের সময় প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় জোরারগজ্ঞ থানায় মামলা করতে চাইলে থানার ওসি মামলা না নিয়ে বিষয়টি নিয়ে সাধারন ডায়েরী করেছেন করে বলে তিনি জানান। বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেওয়ার খবর পেয়ে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর আমাদের সহকারী উপ প্রকৌশলী মোঃ মানিক মিয়া বাদি অভিযুক্তদের বিরুদ্ধে জোরারগজ্ঞ থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু থানার ওসি অভিযোগটি মামলা হিসেবে না নিয়ে কেনো সাধারণ ডায়েরী করলেন‌ তা আমাদের বোধগম্য নয় । বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেওয়ার ফলে আগামী বর্ষা মৌসুমে বাঁধটি ক্ষতির সম্মুখীন হবে।  
 
জোরারগজ্ঞ থানার ওসি নুর হোসেন মামুন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকার বেঁড়ি বাঁধের গোড়া থেকে মাটি কাটার বিষয়ে একটি সাধারন ডায়েরী করেছে। ডায়রিটি তদন্ত করে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, মুহুরী প্রজেক্ট এর বাঁধের গোড়া থেকে মাটি কেটে নেওয়ায় বাঁধটি ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি বেড়েছে। যারা এ মাটি কাটার সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের