হালদায় নদীতে জাল জব্দ
হালদা নদীতে ফের অভিযান চালিয়ে সারে ৩ হাজার মিটার লাইলন তৈরি ভাসা জাল ও ২৫-৩০টি বাঁশের খুটি জব্দ করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (২৯মার্চ) দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রামের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ অভিযানে নেতৃত্ব দেন।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নৌ পুলিশ সুপারের নেতৃত্বে হালদা নদীর মোহনা এবং আশপাশ এলাকা হতে অবৈধভাবে পাতানো আনুমানিক সারে ৩হাজার মিটার লাইলনের ভাসা ও ২৫-৩০টি বাঁশের খুঁটি উদ্ধার করা হয়েছে।এছাড়া কিছু বড়শি দ্বারা চোরা মৎস্য শিকারী আমাদের উপস্থিতি টের পেয়ে সরু খালের মধ্য দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, হালদা নদীর মা মাছ রক্ষা ও ডলফিন এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। হালদার মাছ ও জীববৈচিত্র্য রক্ষার্থে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সদরঘাট নৌ থানার অফিসার ও ফোসগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম