ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

সাভারে প্রশিক্ষণের নামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযাগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ১২:৭
ঢাকার সাভারে সেলাই প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি সব প্রশিক্ষণার্থীকে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন দেয়ার কথা বলে অন্তত ৪ হাজার নারী প্রশিক্ষণার্থীর কাছ থেকে দুই কাটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় অর্ধশত নারী একত্রিত হয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রুপসী বাংলা ফাউন্ডশনের চেয়ারম্যানের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করতে গেলে ভুক্তভোগীদের মামলা না নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয় পুলিশ। পরে তারা টাকা আত্মসাৎ ও প্রতারণার বিষয়ে সাধারণ ডায়েরি করেন। 
 
ভুক্তভোগী নাসিমা বগম অভিযোগ করে বলেন, রুপসী বাংলা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে ও লিফলেট বিতরণ করে ১০০ টাকার বিনিময়ে সেলাই প্রশিক্ষণ দেয়ার বিজ্ঞাপন দেয়। পরে রুপসী বাংলা ফাউন্ডেশনের লোকজন বাড়িতে বাড়িতে এসে প্রশিক্ষণে অংশ নেয়ার পরামর্শ দেয়। ভর্তি হওয়ার পর তারা সরকারের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন এনে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ৫ হাজার করে টাকা হাতিয়ে নেয় রুপসী বাংলা ফাউন্ডেশন নামে একটি ভুয়া প্রতিষ্ঠান। 
 
নাসিমা বেগম আরো জানান, আমাদের কাছ থেকে টাকা নেয়ার পর ৯ দিন সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা কিছুদিন পর সেলাই মেশিন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। দীর্ঘ চার মাস গত হলেও সেলাই মেশিন দেয়নি তারা। আমাদের টাকা ফেরত আনতে প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয় সাভারের ব্যাংক টাউন এলাকায় গেলে তারা আমাদের উল্টো হুমকি-ধমকি দেয়। 
 
খাদিজা আক্তার অভিযাগ করে বলেন, টাকা ফেরত নিতে এসে আশপাশের লোক মারফত জানতে পারি করোনা মহামারী শুরুর দিকে সাভার পৌর এলাকার  ব্যাংক টাউন মহল্লায় আবাসিক একটি বাড়িতে ফ্ল্যাট ভাড়া নেয় প্রতিষ্ঠানটির কথিত চেয়ারম্যান ডা. সাজিদ হাসান। এরপর তিনি নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অনলাইন বা মুঠোফোনে স্বাস্থ্যসেবা দেয়ার কথা বলে প্রতারণা করা শুরু করেন। এরপর প্রতারণার বেশ পাল্টে সেলাই প্রশিক্ষণ দিয়ে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন দেয়ার কথা বলে অন্তত ১৩৫টি ব্যাচের ৩০ জন করে প্রশিক্ষণার্থীর কাছ থেকে ৫ হাজার করে টাকা আদায় করে। এই হিসাবে সেলাই মেশিন দেয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে দুই কাটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজিদ হাসান রানা। পরে তার কাছে টাকা ফেরত চাইলে তাদের মারধর করে পুলিশে দেয়ার হুমকি দেয়। 
 
ভুক্তভোগীরা অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় যাই। ঘটনার বর্ণনা শুনে পুলিশ একটি লিখিত অভিযাগ দিতে বলে। অভিযাগ দেয়ার কিছুক্ষণ পর হঠাৎ অভিযুক্ত সাজিদ হাসান রানা থানায় হাজির হন। এরপর পুলিশ ভুক্তভোগীদের সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়। পরে বাধ্য হয়ে আমরা একটি সাধারণ ডায়েরি করি। 
 
জানতে চাইলে সাজিদ হাসান রানা এই প্রতিবেদককে বলেন, প্রশিক্ষণার্থী কারো কাছ থেকে টাকা নেয়া হয়নি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযাগ করেছেন। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
 
এ বিষয়ে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান বলেন, প্রতিষ্ঠানটি সমাজসবা অধিদপ্তরের নিবন্ধিত। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 
 
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, হুমকি-ধমকি দেয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন নারী একটি সাধারণ ডায়েরি করেছেন। তাদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

রেলপথে রংপুরের মানুষের দুর্ভোগ, দুটি ট্রেন তবুও টিকিট পেতে যুদ্ধ ‎

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন

পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন

ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি