ঘোড়াঘাট মোজাম বিনোদন পার্কে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ : ইউপি সদস্যসহ নারী গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে শোভা পাচ্ছে বিশাল এক আমবাগান। চলতি বছর বাগানটির মালিক মোজাম্মেল মন্ডল তার বাগানটিতে বিনোদন কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেন। তারপর থেকেই সেখানে বিনোদনের নামে চালু করা হয় প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ।
আম বাগানটিতে বিনোদনের জন্য কিছু না থাকলেও বাগানটিতে প্রবেশের মূল গেটের দুই ধারে দুটি কুঠুরি ঘর এবং বাগানটির মাঝখানে একটি টিনের চালাযুক্ত ছোট আরেকটি ঘরে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছেন বাগানটির মালিক মোজাম্মেল মন্ডল।
নামমাত্র এই বিনোদন কেন্দ্রে প্রবেশের কোন টিকেট প্রয়োজন হয় না। দেশের বিভিন্ন জেলা থেকে অসামাজিক ব্যবসার সাথে জড়িত ৫-৭ জন বিভিন্ন বয়সের নারীকে চুক্তিতে সেখানে কাজে লাগান বাগানের মালিক। প্রকাশ্যে এ ধরনের অসামাজিক কার্যক্রম নিয়ে স্থানীয় লোকজন প্রশাসন ও বিভিন্ন মহলে একাধিকবার অভিযোগ দেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে একাধিকবার অভিযান পরিচালনা করে। তবে বাগান মালিক মোজাম্মেল মন্ডলের কৌশলে ব্যর্থ হয় পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সেখানে সফল একটি অভিযান পরিচালনা করে ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এ ব্যবসার সাথে জড়িত কয়েকজন নারী এবং বেশ কয়েকজন খদ্দের। তবে বাগানটির একটি কুঠুরি ঘর থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় শিল্পী বেগম (৩০) নামে এক নারীসহ পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ন কবীর সরদারকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইউপি সদস্য হুমায়ন নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে এবং গ্রেফতার হওয়া নারী শিল্পী বেগম লালমনিরহাট সদর উপজেলার কুলারহাট গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
বাগানটিতে গত এক মাস থেকে অসামাজিক কাজ করে আসছে বলে জানায় বিরামপুর উপজেলার রুনা আক্তার (ছদ্মনাম) নামে ২৩ বছর বয়সী এক নারী। সে জানায়, পেটের দায়ে সে এসব কাজ করে। বাগানটিতে সে-সহ বিভিন্ন বয়সী ৫-৭ জন নারী প্রতিদিন এসব কাজ করে। এসব নারীর বয়স অনুযায়ী নির্ধারণ করে দেয়া হয়েছে ৭০০ থেকে ১২০০ টাকা মূল্য। খদ্দের আসলে সেই দাম অনুযায়ী তাদের ভোগ করে।
সে আরো জানায়, খদ্দেরের কাছে থেকে পাওয়া টাকা থেকে ৫০০ টাকা কেটে নেয় বাগান মালিম মোজাম্মেল মন্ডল। বাকি টাকা পায় তারা। আবার বাইরে থেকে যদি কেউ নারী নিয়ে আসে তবে ৫৫০ টাকা ঘর ভাড়া দিয়ে ৩০ মিনিট সে ঘরে অবস্থান করতে পারে যে কেউ। বাগানটিতে প্রতিদিন শতাধিক খদ্দের আসে। বাগানটির দক্ষিণ পাশে এই কাজের জন্যই ইট দিয়ে আরো ১২টি ছোট ছোট ঘর তৈরি করা হচ্ছে। সেসব রুমে বাথরুম ও ফ্যান থাকবে। ঘরের ভাড়াও দিতে হবে দ্বিগুণ।
অভিযুক্ত বিনোদন কেন্দ্রের মালিক মোজাম্মেল মন্ডল এসব কথা স্বীকার করে বলেন, আমার এই ব্যবসা সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানে পতিতাবৃত্তির বৈধতা দেয়া আছে। আমার এই বিনোদন কেন্দ্রের মাধ্যমে নারী-পুরুষ নিজের ইচ্ছায় শারীরিক চাহিদা মেটাচ্ছে এবং বিনোদন নিচ্ছে।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, অনৈতিক কার্যক্রম চলছে এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে একটি পাকা ঘরের মধ্যে থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক নারী এবং এক পুরুষকে গ্রেফতার করা হয়। এছাড়াও বাইরে ঘোরাফেরা করা অবস্থায় সন্দেহভাজন আরো এক নারী এবং পুরুষকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় সন্দেহভাজন দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘরের মধ্যে থেকে গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করে শুক্রবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
জামান / জামান

রাণীনগরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মির্জাগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গোপালগঞ্জে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী

পাবনায় আদালতে বিচারপাার্থীদের জন্য বিশ্রামাগার "ন্যায়গঞ্জ" এর ফলক উম্মোচন

বদলিও হলেন-সরকারি কোয়ার্টারের দরজা-জানালা খুলেও নিলেন অভিযোগটি গণপূর্ত বিভাগের প্রকৌশলীর বিরুদ্ধে

ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরাতে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ

খুলনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

ধামইরহাটে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত

চরফ্যাশনের এমপি জ্যাকব ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আবিদের জামিন নামঞ্জুর

বেনাপোলে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত শুরু
